ব্লগটিতে ভিজিটের জন্য আপনাকে স্বাগতম। এ ব্লগটি শেয়ার ব্যবসায় টেকনিক্যাল এনালাইসিস বিষয়ক বাংলা ব্লগ। ব্লগটি নির্মানাধীন আছে এবং ধীরে ধীরে পূর্ণাতা লাভের দিকে যাচ্ছে বা প্রতি নিয়ত পোষ্ট আপডেট করা হচ্ছে। নতুন পোষ্ট প্রকাশ হওয়া মাত্র মেইলে পেতে পেজের ডান দিকে ই-মেইল সাবসক্রাবশন স্থানে আপনার ই-মেইলটি দিন এবং সেটি ক্যাপচা পুরনের মাধ্যমে সাবমিট করুন এবং নিজের মেইলে পাঠনো লিংকে ক্লিক করে একটিভ করুন। আশাকরি ব্লগটি পূর্ণতা লাভ করলে এ ব্লগ থেকে শেয়ার ব্যবসায় লসকে কমিয়ে কিভাবে লাভ করতে হয় সে সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন।
ব্লগটি টেকনিক্যাল এনালাইসি বিষয়ক বাংলা বইয়ের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে। তাই মূল ব্লগটিকে কয়েটি ভাগে ভাগ করা হবে।
১। ভূমিকা
এ অংশে টেকনিক্যাল এনালাইসি কি এবং কেন করা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে।
২। বেসিক টার্ম
এ অংশে টেকনিক্যাল এনালাইসিস এর জন্য অপরিহার্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় (টার্ম) সম্পর্কে আলোচনা করা হবে।
৩। Amibroker Software ব্যবহার
এ অংশে টেকনিক্যাল এনালাইসিস এর জন্য অপরিহার্য Tools এর অন্যতম Amibroker Software সেটআপ ও তা ব্যবহার করে কিভাবে টেকনিক্যাল এনালাইসিস করা যায় সে সম্পর্কে আলোচনা করা হবে।
৪। ক্যান্ডেলষ্টিক
এ পর্বে ক্যান্ডেলষ্টিক এর গঠন ব্যবহার ও কোন ক্যান্ডেলষ্টিক প্যাটার্ণ দেখে শেয়ার ক্রয় বা বিক্রয় করলে বিপর্যয়ের হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে বা প্রচুর লাভ করা যাবে সে সম্পর্কে আলোচনা করা হবে।
৫। চার্ট প্যাটার্ণ
এপর্বে বিভিন্ন চার্ট প্যাটার্ণ যেমন- ডাবল বটম বা টপ, হেড এন্ড সোল্ডার ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হবে।
৬। ইন্ডিকেটর
এ পর্বে টেকনিক্যাল এনালাইসিস এর জন্য ব্যবহৃত বিভিন্ন লিডিং ও ল্যাগিং ইন্ডিকেটর যেমন- RSI, MACD, Aroon ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে।
৭। ট্রেডিং ষ্ট্রাটিজি
এ পর্ব একটি গুরুত্বপূর্ণ পর্ব এ পর্বে আলোচনা করা হবে শেয়ার সিলেকশন পদ্ধতি, শেয়ার ক্রয় পদ্ধতি ও শেয়ার বিক্রয় পদ্ধতি। এ ছাড়া এ অংশে টেকনিক্যাল এনালাইসিস করে কি ভাবে লাভ করা যায় সে সম্পর্কে বিভিন্ন ষ্ট্রাটিজি আলোচনা করা হবে।
৮। মার্কেট আপডেট
এ অংশে Dsebd (ঢাকা ষ্টক এক্সচেঞ্জ) এর ব্রড ইডেক্স (DSEX) এর গতিবিধি সম্পর্কে আলোচনা করা হবে।
৯। ট্রেডার সাইকোলজি
এ অধ্যায়ে বিনিয়োগকারীদের মনোস্তত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন পোষ্ট দেওয়া হবে যাতে বিনিয়োগকারীরা বিপদে ভেঙ্গে না পড়ে আবার অতি উৎসাহে নিজের বিপদ নিজেই ডেকে না আনে। অর্থাৎ মাথা ঠান্ডা রেখে বিনিয়োগ করে লাভ করার জন্য পরামর্শ প্রদান করা হবে।
১০। টেকক্যিাল এনালাইসিস টিপস
এ পর্বে টেকনিক্যাল এনালাইসিসে নবীন / টেকনিক্যাল এনালাইসিসে ভাল করতে পারছে না তাদের সফলতা লাভের উপায় সম্পর্কে আলোচনা করা হবে।
১১। শেয়ার বাই টিপস
এ অংশে ঝুকি মুক্ত উপায়ে শেয়ার বাই/ক্রয় করার উপায় সম্পর্কে আলোচনা করা হবে।
১২। শেয়ার সেল টিপস
এ পর্বে শেয়ার কেনার পর কখন বিক্রয় করা উচিত সে সম্পর্কে ধারণা প্রদান করা হবে।
১৩। গুরুত্বপূর্ণ কিছু Excel ফাইল।
এ অংশে কিছু গুরুত্বপূর্ণ Excel ফাইল প্রদান করা হবে এবং একটি কথা মাথায় রাখতে হবে যখন প্রদান করা হবে তখন এটির গুরুত্ব অনেক বেশি। পরবর্তীতে এটি কাজে নাও লাগতে পারে। তাই সব সময় চোখ রাখুন কবে কোন ফাইল দেয়া হচ্ছে।
১৪। পিডিএফ জোন
এ পর্বে কিছু অত্যান্ত প্রয়োজনীয় বাংলা ও ইংরেজি পিডিএফ ফাইল প্রদান করা হবে।
১৫। afl জোন
এ অংশে Amibroker Soft এ প্রয়োগ উপযোগি অনেকগুলো afl দেয়া হবে, যা ট্রেডিং সিদ্ধান্ত নিতে সহায়কের ভূমিকা পালন করবে।
১৬। ভিডিও টিউটরিয়াল
এ পর্বে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কিত খুবই প্রয়োজনীয় ভিডিও টিউটরিয়ালগুলো দেয়া হবে। যাতে সহজেই টেকনিক্যাল এনালাইসিস করা সহজ হয়।
N. B. এ পৃষ্টাটিকে ব্লগটির মূল পৃষ্টা হিসাবে গড়ে তোলা হয়েছে। যেহেতু ব্লগটি আপডেট হচ্ছে তাই এ পেজটিও আপডেট করা হবে। নতুন নতুন বিভাগ খুললেও সেগুলো এ পেজে আপডেট করা হবে।
Technical Analysis in Bangla. সম্পূর্ণ বাংলায় টেকনিক্যাল এনালাইসিস করার পূর্ণাঙ্গ প্লাটফর্ম। যে সকল বিষয়সমূক আলোচিত হবে সেগুলো হলো- Technical Analysis of stocks, Use of Amibroker, Indicator of Technical Analysis, Technical analysis Bangla pdf, Market analysis, Market Predication, Psychology of Trader, Buy and Sell Tips, Money Management etc.
Labels
- Amibroker (7)
- Basic Term (14)
- Buy Tips (12)
- Candle Stick (7)
- Chart Pattern (1)
- ETC (6)
- Excel Files (4)
- Indicator (14)
- Introduction (1)
- Long Term Investment (1)
- Market Update (12)
- Money Management (2)
- Online TA Course (1)
- Oscillator (2)
- PDF Zone (1)
- Sell Tips (7)
- Trading Psychology (2)
- Trading Strategy (4)
- Trend Spotting (4)
- Video Tutorial (7)
- VPA (7)
অনলাইনেবাংলা ভাষায় ফরেক্স ট্রেডিং শেখার বই অনেক রয়েছে। এর মধ্যে এই বইটা আমার ভীষণ কাজে লেগেছে।Link: Forex Trading Bengali Book PDF
ReplyDeleteTechnical Analysis Book in Bengali PDF- টেকনিক্যাল এনালাইসিস বই pdf
Yes
ReplyDeleteI want to learn about drading a sear markets and buy a bengali version book which gives me a A to z about hole sear markets knowledge.
ReplyDeleteSilvafarma
ReplyDeleteonline কোন কোর্স আছে?
ReplyDeleteOnline কোর্সটি বর্তমানে স্থগিত আছে।
Deletemohammadshahabuddin0055@gmail.com
ReplyDeleteবাংলা ভাষায় সবথেকে ভালো স্টক মার্কেটের বই হলো বিক্রম চৌধুরীর লেখা বই - শেয়ার ট্রেডিং ক্যান্ডেলস্টিক চার্ট ও টেকনিক্যাল এনালাইসিস - ২০২৩ জুলাই পরিমার্জিত ২য় সংস্করণ The best book on stock market technical analysis candlestick chart patterns in Bengali language Best stock market book share trading book in Bengali language
ReplyDeleteRead options trading Bengali book PDF free download The best option trading book, Nifty BankNifty trading book, written in Bengali language Author / publisher Bikram Choudhury 2024 May Edition, বাংলা ভাষায় সবথেকে ভালো অপশন ট্রেডিং এর বই হলো বিক্রম চৌধুরীর লেখা বই - ফিউচার অপশন ট্রেডিং - ২০২৪ মে সংস্করণ।
ReplyDeleteআপনার লেখাটি খুবই ভালো লাগলো। আমি অনেক কিছুই জানতে পারলাম। এর পাশাপাশি আমাকে এটাও খুব ভালো লেগেছেঃ অসাধারণ একটি টেকনিক্যাল অ্যানালাইসিস বই PDF
ReplyDelete