Monday, November 20, 2017

Trend line( ট্রেন্ড লাইন )

ট্রেন্ড লাইন
টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না।
ট্রেন্ড লাইন আঁকার জন্য Amibroker এর টুলস (যেটি চার্ট উইন্ডো এর ডান পার্শ্বে থাকে)থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়।
লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়।
 



যদি কোন ক্যানডেল ট্রেন্ড লাইন ক্রস করে ওপরে বা নিচে চলে যায়, তখন বুঝতে হবে ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে।আর ট্র্ন্ডে লাইন ব্রেক হলেই Entry(বাই) বা exit (সেল)সিদ্ধান্ত নেয়া বুদ্ধিমানের কাজ।
 



ট্রেন্ড ৩ রকমঃ
• আপট্রেন্ড (higher lows)
• ডাউনট্রেন্ড (lower high)
• সাইডওয়েজ ট্রেন্ড (ranging)
আপট্রেন্ডে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। তাই আপনি বাই করতে পারবেন। ডাউনট্রেন্ডে মার্কেট নিম্নমুখী থাকে। তাই আপনি সেল করতে পারবেন। সাইডওয়ে ট্রেন্ডে মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। তাই সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড না করাই ভাল।

ট্রেন্ড লাইন সম্পর্কে কিছু জরুরি তথ্যঃ
• অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
• সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
• প্রাইস যখন কোন হাই ভলিউমউম নিয়ে কোন ডাউন ট্রেন্ড বা সাইড ওয়েজ ট্রেন্ডকে ব্রেক করে তখন বাই করলে ভাল লাভকরা যায়।
• প্রাইস যখন আপ ট্রেন্ট কে উপর থেকে ক্রস করে নিচের দিকে নামতে খাকে তখন সেল সিদ্ধান্ত নিতে হয়।
নিচে চার্টের মাধ্যমে ডাইনট্রেন্ড,সাইড ওয়েজ ট্রেন্ড ও আপট্রেন্ড দেখানো হলো, এছাড়া বাই পয়েন্ট ও সেল পয়েন্টও নির্দেশ করা হয়েছে।
N.B. চিত্রটি কোন শেয়ারের বাই বা সেলের জন্য বলা হয় নাই। চিত্রটি শুধুমাত্র ট্রেন্ড লাইন বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে।উক্ত শেয়ারে বাই বা সেল সিদ্ধান্ত নিয়ে লাভ বা ক্ষতিগ্রস্ত হলে প্রকাশকারী কোন দায়ী থাকবে না।

No comments:

Post a Comment