Thursday, April 6, 2017

NewsTrading

নিউজ বা সংবাদের উপর ভিত্তি করে ট্রেডিং (শেয়ার বাই/সেল)

যারা নিউজের উপর ভিত্তি করে ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য একটা সিকরেট টিপস শেয়ার করছি।

 কোন কোম্পানির কর্ণধররা/বড় মামুরা যখন শেয়ার কালেকশন করতে ইচ্ছুকহন তখন সেই কোম্পানির খুব খারাপ নিউজ বাজারে ছাড়েন যেমনঃ খুব খারাপ ডেভিডেন্ট প্রদান/ খারাপ ইপিএস প্রদর্শন /কোম্পানির উৎপাদন হ্রাস ইত্যাদি। এমনকি ক্যাটাগরি চেঞ্জ এর খবর ওপরিবেশিত হতে পারে।





নিউজ ট্রেডিং করতে হলে এমন সব খারাপ নিউজ আসার পর দেখবেন সেই শেয়ারের হোল্ডার গন শেয়ার ছেড়ে দেয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। কয়েক দিন বড় বড় রেড ক্যান্ডেল শো করবে। এসময় আপনার কোম্পানির প্রতি নজর দিতে হবে।যখন দেখবেন লাল ক্যান্ডেলগুলোর সাইজ ছোট হয়ে আসছে (ন্পিনিং টপ বা ডজি টাইপের ক্যান্ডেল তৈরী হচ্ছে) এবং মাঝে মধ্যে গ্রীন ক্যান্ডেল তৈরী হচ্ছে অর্থাৎ শেয়ারটি ডাউনটেন্ড ছেড়ে সাইডওয়েজ ট্রেন্ডে চলতে শুরু করেছে তখন ধীরে ধীরে শেয়ারটি কালেকশন/ বাই করতে হবে।