Tuesday, December 31, 2024

কখন শেয়ার বিক্রি করে লাভ তুলবেন বা নিজেকে সেভ করবেন |Perfect Sell Price Identification| TAFABD|

 শেয়ার কেনার পর সঠিক সময়ে বিক্রি না করতে পারলে অনেক সময় লাভটা আমরাতো পাইনা উল্টে লসে পড়ে যাই সে জন্য আমাদের জানতে হবে প্রকৃত বিক্রয় মূল্য কত বা কখন বিক্রি হরতে হবে। এ ভিডিওটার মাধ্যমে Perfect Sell Price Identification সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেোয়া হয়েছে।

Price Breakout Part -2 (Breakout Scanner Making)

এ ভিডিও এর মাধ্যমে হাতে কলমে Price Breakout Scanner তৈরী করে দেখানো হয়েছে। এ স্কানারটি ট্রেড চলাকালে লাইভ ব্রেআউট দেখাতে সক্ষম। এ ছাড়া অন্য সময়েও এটি ব্যবহার করা যাবে, তখন সেই দিনের সেকল ষ্টক বা শেয়ার হাই ভলিউমে বিগত ১ মাসের দাম কে ব্রেকআউট করেছে তার তালিকা দেখাবে। স্কানার টি ব্যবহারের জন্য নিচের দেয়া লিংকে ক্লিক করে এ স্কারটি ব্যবহার করারর নিয়ম ভিডিওর মাধ্যমে দেখে নিতে হবে।

যে কোন মার্কেটে ১০০% কার্যকরী সর্টটার্ম স্ট্রাটিজি(Price Breakout)- k.c. mondal (১ম পর্ব)

যে কোন মার্কেটে ১০০% কার্যকরী সর্টটার্ম স্ট্রাটিজিটিকে ফেস না করে কোন শেয়ার আপ হওয়ার উপায় নাই। এ স্ট্রাটিজিটি যে কোন টাইম ফেমে এবং বিশ্বের যে কোন শেয়ার মার্কেটে কার্যকরী, তবে স্ট্রাটিজিটি না জেনে সঠিক ভাবে ব্যবহার না করতে পারলে ৮০% ক্ষেত্রে ফলস ব্রেকআউটের সম্ভাবনা থেকে যাবে এবং লস অবধারিত।

ডাউনট্রেন্ডের শেয়ার ক্রয় করার স্ট্রাটিজি |Trend Line Breakout Secrete|