Sunday, September 22, 2024

ক্যাপিটাল এলোকেশন (Capital Allocation)

 ক্যাপিটাল এলোকেশন  (Capital Allocation )

একটা পূর্ণাঙ্গ এনালিসিস কোর্স উপহার দেওয়ার উদেশ্যে শুরু খেকেই কিভাবে কি করলে লসের হাত থেকে দূরে থেকে নিজেকে ধীরে ধীরে লাভে নিয়ে যাওয়া যায় সে চেষ্টাই থাকবে।তাইতো শূরুকরলাম ক্যাপিটাল এলোকেশন নিয়ে ।

 

শেয়ার বাজারে বিনিয়োগ করতে আপনার বিনিয়োগকৃত মূলধকে যে ভাবে সঠিক উপায়ে ব্যাবহার করা যায় তা নিম্নরুপঃ

বিনিয়োগকৃত মূলধনকে Long Term (দীর্ঘ মেয়াদে বিনিয়োগ) ঃ Mid Term (মধ্য মেয়াদে নিনিয়োগ)ঃ Short Term (স্বল্প সময়ের জন্য বিনিয়োগ) = ৫ঃ৩ঃ২ অনুপাতে করলে রিস্ক কম থাকে।

 

Capital Allocation, Long Term,দীর্ঘ মেয়াদে বিনিয়োগ,Mid Term,মধ্য মেয়াদে নিনিয়োগ,Short Term

অর্থাৎ আপনার যদি বিনিয়োগকৃত  টাকার পরিমাণ যদি হয় ১০ লক্ষ। তাহলে

 Long Term (দীর্ঘ মেয়াদে বিনিয়োগ) বিনিয়োগ করতে হবে ৫ লক্ষ টাকা।

 Mid Term (মধ্য মেয়াদে নিনিয়োগ) বিনিয়োগ করতে হবে ৩ লক্ষ টাকা।

এবং Short Term (স্বল্প সময়ের জন্য বিনিয়োগ) বিনিয়োগ করতে হবে ২ লক্ষ টাকা।

 

এখন আলোচনা করা যাক Long Term (দীর্ঘ মেয়াদে বিনিয়োগ) ,Mid Term (মধ্য মেয়াদে নিনিয়োগ) এবং Short Term (স্বল্প সময়ের জন্য বিনিয়োগ) এর মেয়াদ নিয়েঃ  

Long Term (দীর্ঘ মেয়াদে বিনিয়োগ) এর সময়কাল হবে ১ বছর থেকে ৫/৭ বছর বা যতদিন তার যোগ্যতা অটুট থাকে। 

Mid Term (মধ্য মেয়াদে নিনিয়োগ) এর মেয়াদ হবে ৩মাস থেকে ১ বছর পর্যন্ত।

Short Term (স্বল্প সময়ের জন্য বিনিয়োগ) এর মেয়াদ হবে ২দিন থেকে ৩মাস পর্যন্ত।


আগামী পর্বে আলোচনা করব Long Term (দীর্ঘ মেয়াদে বিনিয়োগ) এর জন্য শেয়ারগুলো কিভাবে খুঁজে বের করবেন।

এ ছাড়াও এ সমপর্কিত পোষ্ট পজিশন সাইজিং টি দেখতে পারেন

1 comment: