ট্রেডিং ষ্ট্রাটিজি কি?
-ট্রেডিং ষ্ট্রাটিজি হলো একটি পূর্ণাঙ্গ (কমপ্লিট) বিজিনেস প্লান, যাতে অন্তভূক্ত থাকে- বাই, সেল, মানিম্যানেজমেন্ট ও ট্রেডিং সাইকলজি।
সাকসেসফুল ট্রেডার হতে হলে থাকতে হবে একটি নিজস্ব ট্রেডিং ষ্ট্রাটিজি। সব সময় একই ষ্ট্রাটিজি ভাল কাজ করে না। তাই ট্রেন্ড বুঝে স্ট্রাটিজি চেঞ্জ করতে হবে। তাছাড়া একটি শেয়ারের বেলায় যে স্ট্রাটিজি ভাল কাজ করে অন্য শেয়ারে বেলায় সেটি ভাল কাজ নাও করতে পারে।
অন্যের ট্রেডিং ষ্ট্রাটিজি সে যত ভালই হোক সেটি নিজে ব্যবহারে অভ্যস্ত না হলে সেটি প্রয়োজনের মুহূর্তে ভাল কাজ দেয় না।
কয়েকটি ভাল ট্রেডিং ষ্ট্রাটিজি হলো-
ব্রেকআউট ট্রেডিং ষ্ট্রাটিজি
মোমেনটাম ট্রেডিং ষ্ট্রাটিজি
সুইং ট্রেডিং ষ্ট্রাটিজি ইত্যাদি।
যেহেতু ষ্ট্রাটিজির মধ্যে থাকে এন্ট্রি/ক্রয় (Entry) পলিসি, বিক্রয় (Exit) পলিসি, মানিম্যানেজমেন্ট ও ট্রেডিং সাইকোলজি বিদ্যমান, তাই পরবর্তী পোষ্টে প্রত্যেকটি সম্পর্কে আলাদা আলাদা পোষ্ট করব এবং পরিশেষে কয়েকটি ট্রেডিং ষ্ট্রাটিজি নিয়েও পোষ্ট করব।
-ট্রেডিং ষ্ট্রাটিজি হলো একটি পূর্ণাঙ্গ (কমপ্লিট) বিজিনেস প্লান, যাতে অন্তভূক্ত থাকে- বাই, সেল, মানিম্যানেজমেন্ট ও ট্রেডিং সাইকলজি।
সাকসেসফুল ট্রেডার হতে হলে থাকতে হবে একটি নিজস্ব ট্রেডিং ষ্ট্রাটিজি। সব সময় একই ষ্ট্রাটিজি ভাল কাজ করে না। তাই ট্রেন্ড বুঝে স্ট্রাটিজি চেঞ্জ করতে হবে। তাছাড়া একটি শেয়ারের বেলায় যে স্ট্রাটিজি ভাল কাজ করে অন্য শেয়ারে বেলায় সেটি ভাল কাজ নাও করতে পারে।
অন্যের ট্রেডিং ষ্ট্রাটিজি সে যত ভালই হোক সেটি নিজে ব্যবহারে অভ্যস্ত না হলে সেটি প্রয়োজনের মুহূর্তে ভাল কাজ দেয় না।
কয়েকটি ভাল ট্রেডিং ষ্ট্রাটিজি হলো-
ব্রেকআউট ট্রেডিং ষ্ট্রাটিজি
মোমেনটাম ট্রেডিং ষ্ট্রাটিজি
সুইং ট্রেডিং ষ্ট্রাটিজি ইত্যাদি।
যেহেতু ষ্ট্রাটিজির মধ্যে থাকে এন্ট্রি/ক্রয় (Entry) পলিসি, বিক্রয় (Exit) পলিসি, মানিম্যানেজমেন্ট ও ট্রেডিং সাইকোলজি বিদ্যমান, তাই পরবর্তী পোষ্টে প্রত্যেকটি সম্পর্কে আলাদা আলাদা পোষ্ট করব এবং পরিশেষে কয়েকটি ট্রেডিং ষ্ট্রাটিজি নিয়েও পোষ্ট করব।