Sunday, December 17, 2017

Stop Loss



Stop Loss (উদাহরণ সহ):
প্রথমে বলে নেই Stop Loss সমপর্কে ভাল ধারণা লাভ করতে গেলে Support & Resistance সম্পর্কে ভাল ধারণা থাকা আবশ্যক। তাই Support & Resistance সম্পর্কে যাদের ধারণা নাই তারা নিচের লিংক থেকে Support & Resistance সম্পর্কে জেনে নিন: http://tabangla.blogspot.com/2012/02/support-resistance.html

১। Stop Loss কি?
উত্তরঃ Stop Loss হলো যখন দাম কমতে থাকে তখন একটা নির্দিষ্ট দাম পর্যন্ত অপেক্ষা করা এবং উক্ত দামের নিচেয় আসলেই শেয়ারটি বিক্রি করে দেয়া। এই নির্দিষ্ট দাম টি হতে পারে কেনা দাম অপেক্ষা ৫% বা ৭% (এটা বিনিয়োগ কারীর ধরণের উপর নির্ভরশীল) কম দাম অথবা কেনা দামে নিচে যে নিকবর্তী সাপোর্ট লেভেল আছে সেই সাপোর্ট লেভেলের দাম এই দুই দামের মধ্যে যেটি সর্বনিম্ন দাম।


২।নিচে প্রদত্ত চিত্রে EHL এর একটি (পুরাতন)চার্ট দেখানো হলোঃ 


  



চিত্রে লক্ষণীয় গোল চিহ্নিত ক্যান্ডেল গুলো ভাল মনে করে আমি শেয়ারটি ১০/০৯/১৪ তারিখে ক্রয় করি ৫৬.৮/- করে। এখানে লক্ষণীয় শেয়ার টির নিকটবর্তী সাপোর্ট ৫৬.৩৩।

৩। এখন প্রশ্ন ৫% কম ধরে শেয়ারটির Stop Loss কত?
উত্তরঃ ৫৬.৮ এর ৫% হল ২.৯৩ অর্থা ৫৬.৮ খেকে ২.৯৩ বাদ দিলে যে দাম পাওয়া যায় সেটি হল ৫৩.৯৬ এবং এর কিটবর্তী সাপোর্ট ৫৬.৩৩ এই দুটি দামের মধ্যে কম ৫৩.৯৬, সেহেতু Stop Loss হল ৫৩.৯৬

৪। এবার দেখা যাক এর পরবর্তী কয়েকদিনের চার্ট।





চিত্রটি খেয়াল করলে দেখবেন আমার ক্রয় করার পরবর্তী ২ দিন দাম ও ভলিউম বাড়তে থাকল এবং আমি মনে মনে নিজেকে ধন্যবাদ দিতে থাকলাম এই বলে যে, একদম সঠিক সময়ে এন্ট্রি দেয়া হয়েছে এবং পরবতী ২/৩ দিনে Low Value তে আরো কিছু ক্রয় করি। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়হলুদ চিহ্নিতি দিনটি ছিল আমার ক্রয়ের তৃতীয় দিন ঐ দিনে ঘোষনা আসে যে, আগামী ২১/৯/১১ তারিখ বিকাল সমাপ্ত বছরের বের্ড মিটিং, আর বর্তমান সময়ে দেখা যায় কোন কোম্পানি যত ভাল ডেভিডেন্ট দিকনা কেন তাতে কাজ হচ্ছে না। এ ক্ষেত্রেও তার ব্যাতিক্রম ঘটল না।ঐ দিন high Volume Down Bar তৈরী করে প্রথম সাপোর্ট ভাংল। তবুও যেহেতু সব শেয়ার মেচিউর হয় নি তাই ঐ দিন বিক্রি না করে বসে থাকলাম। পরবর্তী ২/৩ দিন আপ/ডাউনে কয়েকটি লটের শেয়ার ৫৫ও ৫৬ করে বিক্রি করলাম আর কিছু রেখে দিলাম এই জন্য যে দেখি ডিক্লিয়ার কি আসে সে জন্য কিন্তু ২২/৯/১৪ তারিখে ঘোষনা আসল ১৫% ক্যাশ ও ৫% ষ্টক। যা ভাল মনে হলো না এবং ঐ দিনও দাম কমল। ভাবলাম ২/১ দিন দেখি যদি ভাল মনে না হয় তাহলে চুড়ান্ত সিদ্ধান্ত নিব। ২দিন ভাল লক্ষণ না পেয়ে তৃতীয় দিন ৫৪.২ করে সব বিকি করে দিলাম।


। এবার দেখা যাক আরো কিছুদিন পরের চার্ট, যাতে বুঝা যাবে আমার বিক্রি সিদ্ধান্তের যথার্থতা।


 

 




1 comment:

  1. বিক্রম চৌধুরীর লেখা শেয়ার ট্রেডিং এর বইটি - শেয়ার ট্রেডিং ক্যান্ডেলস্টিক চার্ট ও টেকনিক্যাল এনালাইসিস - আপনি যদি বাংলায় শেয়ার মার্কেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পড়ুন শেয়ার বাজারের উপর বই যা পড়লে আপনি শেয়ার ট্রেডিং শিখে যাবেন। Best book on options trading in Bengali written by Bikram Choudhury, book title Share Trading Candlestick Chart o Technical Analysis 2nd Edition

    ReplyDelete