Friday, January 13, 2012

টেকনিক্যাল এনালাইসিস কি?

একটি শেয়ারের বিনিয়োগের পূর্বে সেই শেয়ারের অতীত এবং বর্তমান দামের উঠানামা , দামের ধরণ, শেয়ারের দাম, কতগুলো শেয়ার কেনা-বেচা হয়েছিল বা হচ্ছে বা সাধারণত হয় ইত্যাদি বিষয় বিবেচনা করে ভবিষ্যৎ এ উক্ত শেয়ারের দাম কি হতে পারে অনুমান করে বিনিয়োগ করাকে (Technical Analysis) টেকনিক্যাল এনালাইসিস বলা হয়।

 টেকনিক্যাল এনালাইসিস এর উপাদন সমূহঃ
১. চার্ট এনালিসিস
২. ট্রেন্ড লাইন
৩. ইন্ডিকেটর
৪. দামের ধরণ
৫. সাপোর্ট রেজিস্টান্স ইত্যাদি।

আলোচনার সুবিধার্তে সমগ্র ওয়েভটিকে কয়েক ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। ভাগ গুলো হলো- প্রাথমিক আলোচনা, ক্যান্ডেল ষ্টিক্স, ইন্ডিকেটর, দামের ধরণ ,এমিব্রোকার ব্যবহার, জনপ্রিয় এফল(afl) এবং বিবিধ।


আলোচিত বিষয়ব্সতু :
চার্টের ধরণ





 আরো যে সকল বিষয়ে আলোচনা হরা হবে  :
ক্যান্ডেল ষ্টিক্স
ইন্ডিকেটর
দামের ধরণ
এমিব্রোকার ব্যবহার
জনপ্রিয় এফল(afl)
ভলিউম স্প্রেড এনালাইসিস


কৃতজ্ঞতা সীকার :
 ব্লগটি রচনায় যে সকল বই এবং ওয়েভ এর সাহায্য নেয়া হয়েছে সম্পাদক তাতের কাছে চির ঋনী।
 ১. ষ্টক বাংলাদেশ।
২. বেবী পিপস।
৩. বিডি পিপস।
৪. ষ্টক চার্ট।







No comments:

Post a Comment