চার্টবিশ্লেষণে দেখা যাচ্ছে যে, ইনডেক্স ইতিমধ্যেই ডেন্জারজোনে প্রবেশ করেছিল এবং RSI এর মানও ৮২.১৪ এ পৌছেছিল। এর থেকে বেশি পরে কারেকশন শুরু হলে পতনের শুরটা বেশি বাজত।
বর্তমান কারেকশনও পূর্বের ন্যায় প্রফিটটেকিং কারেকশন বলে মনে হচ্ছে তাই বেশি পেনিক না হয়ে লাভে থাকা শেয়ারে প্রফিট টেকিং করে সুযোগের অপেক্ষা করাই শ্রেয়।
বর্তমান অবস্থায় ৪৮০০ তে একটা সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছে তবে সেটি খুব বেশি স্ট্রং নয়। স্ট্রং সাপোর্ট জোন ৪৭২৬-৪৭০০। সাপোর্ট জোনে ভাল শেয়ার হতানোর চেষ্টা করুন, কারেকশনকে কাজে লাগান। ধন্যবাদ।
No comments:
Post a Comment