লাইফ সাপোর্টে টিকিয়ে রাখা হয়েছে বাজার। আগামী কালের মেলাকে সামনে রেখে কোন রকম কারেকশনকে জন সম্মূখে উপস্থাপন না করাতেই ইনডেক্সকে পজেটিভ রাখা হয়েছে। নইলে গত তিন দিনে যে কারেকশনের চাপ গিয়েছে তাতে ইনডেক্স ১০০ থেকে ১৫০ পয়েন্ট কমার কথা।সে যাই হোক কি ভাবে ইনডেক্স বাড়ছে সেটা কথা নয়।
ইনডেক্স এর বর্তমান RSI(১৫) এর মান ৯০.২৫ যা যানান দিচ্ছে যে, ইনডেক্স এর সামনে আর অল্পই বাড়তে পারে।ইনডেক্সকে সামনে আগতে হলে একটা ছোট খাট কারেকশন দরকার নইলে যখন পড়বে তখন লাইফ সাপর্টেও কাজ হবে না।২০১০ না হলেও তখন পুনরায় ২০১৪ এর মত আচারণ করবে।
ইনডেক্স যে তির্যক চ্যানেল বরাবর চলছিল সেটি অতিক্রম করে এখন খাড়া চ্যানেল ধরেছে, এটিও ভাল লক্ষণ বলে মনে হচ্ছে না।
তবে সব কথার শেষ কথা হলো নতুন বিনিয়োগ বাজারের প্রাণ, যদি আগামীদিনের মেলায় নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বাজারে আনতে পারে অর্থাৎ টার্নওভার বজায় থাকে, তাহলে ভাল নইলে টেক প্রফিট।
ইনডেক্স এর বর্তমান সাপোর্ট ও রেজিষ্ট্যান্স যথাক্রমে ৫০৪০ ও ৫২৩৩।
No comments:
Post a Comment