Thursday, January 19, 2017

Market Updet (18-01-17)

কি বন্ধুরা মার্কেট কারেকশন নিয়ে কি চিন্তিত?  
- আমার মনে হয় এখনই বেশি উতলা না হওয়াই ভাল। গত ১৫/০১/১৭ তারিখে ইনডেক্স হাই ভলিউমে রেজিষ্ট্যান্স ব্রেক করেছে, যাকে টেকনিক্যাল এনালাইসিস এর ভাষায় সাকসেসফুল রেজিষ্ট্যান্স ব্রেকআউট। আর বাজারের ধর্ম বেকআউটের পর সেই পূর্বের রেজিষ্ট্যান্স টেষ্ট করা। গত ১৭/০১/১৭ তারিখের ট্রেডিং শেষে RSI (15) এর মান ছিল ৯৪.১৬, যার উপরে এ মান গেলে হতো অতি অসহনীয়।


আশাকরি পূর্বের রেজিষ্ট্যান্স (৫৩৬৮.০১) বর্তমানে সাপোর্ট হিসাবে কাজ করবে।নিচে ইডেক্স এর আপডেট চার্ট দেয়া হলো।

ইনডেক্স চার্ট

বর্তমানে কি করণীয়?

- ইনডেক্সএর দিকে নজর না দিয়ে শেয়ারের দিকে নজর দেয়া ভাল। যদি আপনার শেয়ারটি ট্রেলিং ষ্টপলস ক্রস করে নিচে চলে যায় তাহলে সেল দিবেন অন্যথায় ধরে রাখবেন। ট্রেলিং ষ্টপলস কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আজ রাতে একটা বিস্তারিত পোষ্ট দিব।

মন্তব্যঃ ২০১৭ সাল আমাদের অনেক কিছু দিয়েছে। যে ভাবে লেনদেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় আরো অনেক বাকী আছে, অযথা পেনিক না হয়ে, ভাল বাজারটাকে আরো ভাল করা আমাদের সকলের দায়িত্ব।

No comments:

Post a Comment