Tuesday, November 21, 2017

Taking Profit Part-1 (টেকিংপ্রফিটঃপর্ব - ১ )

টেকিং প্রফিটঃ পর্ব - ১
আমরা শেয়ার কেনার পর যখন লাভে চলে যায় তখন ৩/৪দিন বাড়ে আর ১/২দিন কমে আবার ৩/৪ দিন বাড়ে আবার ১/২ দিন কমে এ ভাোব অগ্রসর হলেও এক সময় এটি আর বাড়ে না তখন উল্টা প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ ৩/৪ দিন কমে তো ১/২ দিন বাড়ে। আর এটাই শেয়ারের চিরন্তন স্বভাব।ফলে যখন কমতে থাকে তখন আমরা বুঝতেই পারিনা যে এটি কমের দিকে যাচ্ছে। তখন একটু কমতে থাকলেও অধিক লাভের আশায় আমাদের মন আমাদের শেয়ার টা বিক্রি করতে দেয় না তখন ভাবতে থাকি একটু কমে আবার দাম বাড়বে তখন বিক্রি করব। কিন্তু এটি আর বাড়ে না তখন আবার আমাদের মন বলতে থাকে ৫/৭ দিন আগে যখন ভাল দামে বিক্রি করেনি এখন এত কম দামে আর বিক্রি করব না বরং এখন হোল্ড করতে থাকি এর পর হোল্ড করতে করতে এক সময় শেয়ারের দাম কমতে কমতে কেনা দামেরও নিচে চলে যায়। এরকম ঘটনা প্রায় সকল নতুন বিনিয়োগকারীর ক্ষেত্রেই ঘটে। এর থেকে পরিত্রাণের উপায় টেকিং প্রফিট।
টেকিং প্রফিটের অনেক নিয়ম আছে যা একটি পোষ্টে আলোচনা করা সম্ভব নয়, তাই কয়েকটি পোষ্টে আলোচনার চেষ্টা করব।
১। ডাবল/ট্রিপল টপ (Double Top or Triple Top): কোন শেয়ার যখন ডাবল/ট্রিপল টপ তৈরী করে তখন সেই শেয়ারটা বিক্রি করে লাভ তুলে নেওয়াই উচিত। কারণ অধিকাংশ শেয়ার ডাবল/ট্রিপল টপ তৈরী করার পর সেটি ডাউন টেন্ডে চলে যায়। একটা কথা মাথায় রাখতে হবে অনেক সময় ডাবল/ট্রিপল টপ একই লাইনে না হয়ে সামান্য কম বা বেশি হতে পারে।
চিত্র -১ এ ট্রিপল টপ দেখানো হলো।


২। Head & Solder Pattern: চিত্র-২ তে হেড এন্ড সোল্ডার প্যাটার্ন দেখানো হলো। এন্ড সোল্ডার প্যাটার্ন এর ক্ষেত্রে শেয়ারের দাম যখন বাম পার্শের সোল্ডার বা নেক এর নিম্ন প্রান্ত থেকে একটি রেখা টেনে দাম তার নিচে চলে গেলেই সেল অর্ডার দেওয়া উচিত। একটা কথা মাথায় রাখতে হবে অনেক সময় Head & Solder Pattern এ Solder দুইটি একই লাইনে না হয়ে সামান্য কম বা বেশি হতে পারে।

কি ভাবে বুঝবেন ইনডেক্স/কোন শেয়ার ডাউনট্রেন্ড কনফর্ম করেছে?

কি ভাবে বুঝবেন ইনডেক্স/কোন শেয়ার ডাউনট্রেন্ড কনফর্ম করেছে?


এ জন্য খুব বেশি চিন্তা করে সময় নষ্ট করার দরকার নাই বা ব্যাহারি ইন্ডিকেটরও ব্যবহার করার দরকার নাই।
মাত্র ৩টি বিষয় বিবেচনা করতে হবে।


১) লোয়ার হাই তৈরী হবে।
২) প্রাইচ আপটেন্ড লাইন ব্রেক করবে/ আপ টেন্ড লাইনের নিচে চলে যাবে।
৩) প্রাইচ প্রিভিয়াস হায়ার লো লাইন ব্রেক করবে/ প্রিভিয়াস হায়ার লো লাইনের নিচে চলে যাবে।

Monday, November 20, 2017

Moving Average (মুভিং এভারেজ ) যা একজন টেকনিক্যাল এনালিষ্টের না জানলেই নয়।






মুভিং এভারেজ সাধারণত একটি শেয়ারের নির্দিষ্ট সময়ের জন্য গড় মূল্য প্রকাশ করে থাকে মুভিং এভারেজ সাধারণত ব্যাবহার করা হয় শেয়ারের মোমেন্টাম (growth) এবং সম্ভাব্য সাপোর্ট রেজিস্টান্স লেভেল নির্ণয় করার জন্য।  অন্য দিকে মুভিং এভারেজ আমাদের একটি ট্রেন্ডের পরিবর্তনের সংকেত দিয়ে থাকে। টেকনিক্যাল এনালাইসিসে আমরা সাধারণত তিন ধরনের মুভিং এভারেজ ব্যাবহার করে থাকি
. সিম্পল মুভিং এভারেজ[Simple Moving Average (SMA)]
. ওয়েটেড মুভিং এভারেজ[ Weighted Moving Average (WMA)]
. এক্সপোনেনসিয়াল মুভিং এভারেজ[Exponential Moving Average (EMA)]

Trend line( ট্রেন্ড লাইন )

ট্রেন্ড লাইন
টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না।
ট্রেন্ড লাইন আঁকার জন্য Amibroker এর টুলস (যেটি চার্ট উইন্ডো এর ডান পার্শ্বে থাকে)থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়।
লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়।