চার্ট প্যাটার্নের সারসংক্ষেপ
আপনাদের বুঝার সুবিধার জন্য চিত্রে সব কটি চার্ট pattern দেওয়া হয়েছে। এখন আমরা দেখব, কোন চার্ট pattern কী সংকেত বহন করে।
ওপরের সংক্ষিপ্ত তালিকা থেকে আমরা সহজেই বুঝতে পারি, কোন চার্ট pattern কী সংকেত বহন করে থাকে। এতে করে আমরা অনেক কম সময়ে খুব সহজেই চার্ট pattern-গুলোর সিগন্যাল ধরতে পারব। শুধু তা-ই নয়, কখন শেয়ার ক্রয় এবং বিক্রয় করতে হবে, সেই বিষয়গুলোও চিত্রে দেখানো হয়েছে। টেকনিক্যাল অ্যানালাইসিসের সফলতা অনেকটা অনুশীলনের ওপর নির্ভর করে। আপনি যত বেশি এ বিষয়টি অনুশীলন করবেন, ঠিক ততই অভিজ্ঞ হয়ে উঠবেন এবং খুব সহজেই এই চার্ট pattern-গুলো ধরতে পারবেন। অনুশীলন করার জন্য আপনি স্টক বাংলাদেশের ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। ওয়েবসাইটে আপনি গত কয়েক মাস বা বছরের চার্ট নিয়ে pattern-গুলো বুঝতে চেষ্টা করুন এবং ওপরের তালিকা এবং চিত্রের সঙ্গে মেলাতে চেষ্টা করুন। এভাবে অনুশীলনের মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন চার্ট pattern বুঝতে পারবেন।
Share market book in Bengali - read the book share trading candlestick chart o technical analysis Bengali book by Bikram Choudhury
ReplyDelete