Friday, November 25, 2016

Amiboraker এ Csv Data Import

Amibroker Soft এর মেনুবার থেকে File>Import Wizard এ ক্লিক করুন ।


CSV Data Import pic.

Select files to import উইন্ডো ওপেন হবে, সেখানে Pick files বাটনে ক্রিক করলে Open নামক আরেকটি উইন্ডো ওপেন হবে । ধরে নিলাম আমাদের আছে C ড্রাইভের download ফোল্ডারে, এখন Look in এড্রেস বারের drop down (^) তে ক্লিক করে C ড্রাইভের Download ফোল্ডারে গিয়ে প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট ককরতে হবে তবে এখানে খেয়াল রাখতে হবে যেন এই Open Dialog Box এর নিচে যে Open as Read only চেক Box আছে তাতে যেন টিক চিহ্ন না থাকে (যদি টিক চিহ্ন থাকে তাহলে টিক চিহ্ন তুলে দিতে হবে নইলে পরবর্তীতে চার্কের কোন পরিবর্তন করলে তা সেভ হবে না।) এর পর Open বাটনে ক্লিক করুন। । এরপর Next বাটন এ ক্লিক করুন্ । এখন খেয়াল করে দেখুন Define Fields নামক একটি Dialog Box এসেছে।

CSV Data Import pic 2


এ বক্সে কিছু কাজ খুব গুরুত্বপূর্ণ। এই Define Fields নামক Dialog Box এ ড্রপডাইন বক্স গুলোর মধ্যে ২য় Droup Down Box এ লেখা আছে YMD(Year Month Date) এই Droup Down Box আপনার csv ফাইলের দ্বিতীয় কলামের তারিখের ফরমেট অনুযায়ী সেট করতে হবে। (ধরুন আপনার csv ফাইলের দ্বিতীয় কলামের তারিখের ফরমেট ২০১৪-১০-২৪ দেয়া আছে তাহলে কোন পরিবর্তন করতে হবে না কারন এই তারিখের ফরমেট YMD আবার ধরুন আপনার csv ফাইলের দ্বিতীয় কলামের তারিখের ফরমেট ২৪-১০-২০১৪ দেয়া আছে তাহলে Droup Down Box পরিবর্তন ককরে DMY সিলেক্ট করতে হবে।) এর পর ডান দিকের Log Errors, Automatically add new symbols, calculate composites and allow negative price নামক চেক বক্সে টিক চিহ্ন দিতে হবে। আবার Next বাটন এ ক্লিক করুন্ এবং পরবর্তী উইন্ডো এর Finish বাটন এ ক্লিক করুন্। এভাবে প্রয়োজনীয় ডাটা ইমপোর্ট করে মেনুবার থেকে File>Save Database এ ক্লিক করে ডাটা সেভ করে নিন

No comments:

Post a Comment