Wednesday, November 23, 2016

Amibroker Error সমাধানের উপায়

ইদানিং কালে জনপ্রিয় ট্রেডিং সফটওয়ার Amibroker ওপেন কালে ওপেন না হয়ে নিম্নের চিত্র অনুযায়ী  Error দেখা যায়

Amibroker opening Error Picture


অথবা ওপেন হলেও কোন নতুন ডাটা সেভ হয়না নিম্ন লিখিত তথ্য প্রদর্শন করে


Amibroker opening Error Picture


এ সমস্যা সমাধানের জন্য নিম্নলিখিত ভাবে ধাপে ধাপে অগ্র্রসর হলে সমস্যার সমাধান হবে।

১। সমস্যাপূর্ণ Amibroker সফটটি আনইন্সটল করতে হবে এবং Amibroker ফোণ্পারটি পারমানেন্টভাবে ডিলিট করতে হবে।

২। কম্পিটার / লাপটপটিতে নতুন করে Windows Setup দিতে হবে এবং Setup দেওয়ার সময় C: ড্রাইভ এবং যে ড্রাইভে পূর্বে Amibroker সফটটি Setup দেওয়া ছিল সে ড্রাইভ ফরমেট করতে হবে।

৩। এর পর Amibroker সফটটি নতুনকরে Installকরতে হবে। আর এ নতুন Installকরতে Amibroker ৫.৭ বা তার পূর্ববর্তী ভার্সন ব্যবহার করতে হবে নইলে কয়েকদিন পর আবার পূর্বের সমস্যা দেখা দেবে।

Amibroker সফটটি নতুনকরে Installকরতে সমস্যা হলে নিচের লিংকে দেওয়া AmibrokerSoftware Setup পদ্ধতি  অনুসরণ করা যেতে পারে এখানে Amibroker সফটটি নতুনকরে Install করার সচিত্র বর্ণনা করা আছে।লিংকটিঃ
http://tabangla.blogspot.com/2016/11/amibroker-software-setup.html


N.B.  Amibroker সফটটি নতুনকরে Installকরতে Amibroker ৫.৭ বা তার পূর্ববর্তী ভার্সন ব্যবহার করতে হবে নইলে কয়েকদিন পর আবার পূর্বের সমস্যা দেখা দেবে।

No comments:

Post a Comment