Friday, November 25, 2016

Amibroker এ Database তৈরী




Amibroker 5.7 Software টি Set up দেয়ার পর যে ডাটাগুলো পাবেন সেগুলো DSE/CSE এর নয় তাই দরকারহয় একটি নতুন Database তৈরীর। আপনার কম্পিউটারের ডেস্কটপের AmiBroker আইকনে ডাবল ক্লিক করে AmiBroker ওপেন করুন। মেনু বারের File মেনুতে ক্লিক করে File>New>Database ক্লিক করলে


Databased Creat

Dataase Settings উইন্ডো ওপেন হবে সেখানে Database Folder এর নিচে ইনপুট টেক্সটবক্সে দেখবেন লেখা আছে C:\Program Files(X86)\AmiBroker\MyNewData এখানে MyNewData এর জায়গায় আপনার পছন্দমত নিজের Database এর নাম লিখুন। ধরুন Database এর নাম দিলাম DSE_data তাহলে ইনপুট টেক্সটবক্সের সেটিংস হবে C:\Program Files(X86)\AmiBroker\DSE_data এবার Create বাটনে ক্লিক করুন।

Databased Creat


এরপর Number of Bars এর পাশের ইনপুট টেক্সটবক্সে 1000 লিখে Ok বাটনে ক্লিক করুন আপনার নিজস্ব Database সৃষ্টি হয়ে গেল

আগামী পর্বে দেখাবো কিভাবে Amibroker এ Csv ডাটা ইমপোর্ট করতে হবে।

No comments:

Post a Comment