Technical Analysis in Bangla. সম্পূর্ণ বাংলায় টেকনিক্যাল এনালাইসিস করার পূর্ণাঙ্গ প্লাটফর্ম। যে সকল বিষয়সমূক আলোচিত হবে সেগুলো হলো- Technical Analysis of stocks, Use of Amibroker, Indicator of Technical Analysis, Technical analysis Bangla pdf, Market analysis, Market Predication, Psychology of Trader, Buy and Sell Tips, Money Management etc.
Labels
- Amibroker (7)
- Basic Term (14)
- Buy Tips (15)
- Candle Stick (7)
- Chart Pattern (1)
- ETC (6)
- Excel Files (4)
- Indicator (14)
- Introduction (1)
- Long Term Investment (1)
- Market Update (12)
- Money Management (2)
- Online TA Course (1)
- Oscillator (2)
- PDF Zone (1)
- Sell Tips (8)
- Trading Psychology (2)
- Trading Strategy (4)
- Trend Spotting (4)
- Video Tutorial (11)
- VPA (7)
Friday, November 25, 2016
Amibroker এ Database তৈরী
Amibroker 5.7 Software টি Set up দেয়ার পর যে ডাটাগুলো পাবেন সেগুলো DSE/CSE এর নয় তাই দরকারহয় একটি নতুন Database তৈরীর। আপনার কম্পিউটারের ডেস্কটপের AmiBroker আইকনে ডাবল ক্লিক করে AmiBroker ওপেন করুন। মেনু বারের File মেনুতে ক্লিক করে File>New>Database এ ক্লিক করলে
Dataase Settings উইন্ডো ওপেন হবে । সেখানে Database Folder এর নিচে ইনপুট টেক্সটবক্সে দেখবেন লেখা আছে C:\Program Files(X86)\AmiBroker\MyNewData এখানে MyNewData এর জায়গায় আপনার পছন্দমত নিজের Database এর নাম লিখুন। ধরুন Database এর নাম দিলাম DSE_data তাহলে ইনপুট টেক্সটবক্সের সেটিংস হবে C:\Program Files(X86)\AmiBroker\DSE_data এবার Create বাটনে ক্লিক করুন।
এরপর Number of Bars এর পাশের ইনপুট টেক্সটবক্সে 1000 লিখে Ok বাটনে ক্লিক করুন । আপনার নিজস্ব Database সৃষ্টি হয়ে গেল ।
আগামী পর্বে দেখাবো কিভাবে Amibroker এ Csv ডাটা ইমপোর্ট করতে হবে।
Labels:
Amibroker
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment