Monday, January 30, 2017

Index Graph ও মার্কেট আপডেট।

আজ আলোচনানের করব ইডেক্স গ্রাফ নিয়ে। প্রতিদিনের লেনদেনের গ্রাফ মিলে তৈরী হয় একটি ক্যান্ডেল। তাই টেকনিক্যাল এনালাইসিসে ভাল করতে হলে প্রতিদিনের ইন্ডেক্স গ্রাফ খুটিয়ে খুটিয়ে দেখা জরুরী। নিচে আজকের ইন্ডেক্স গ্রাফকে বিশ্লেষণ করছিঃ 
আলোচনার সুবিধার্থে আজকের ইন্ডেক্স গ্রাফকে ২ ভাগে ভাগ করে আলোচনা করছি। প্রথম অংশের গ্রাফ নিচে দিলাম

আজ যদি ট্রেডটা একটা (১.০০ P.M.) পর্যন্ত হতো তাহলে এ ধরণের একটি গ্রাফ দেখতে পেতাম। এবং এ গ্রাফ থেকে যে ক্যান্ডেলষ্টিক তৈরী হতো সেটি হতো হামার। পরপর কিয়েকক দিন ডাউন ক্যান্ডেলের পর এ ধরণের ক্যান্ডেল সৃষ্টি হলে পরবর্তীদিন বাজার কানা ঘোড়রি ন্যায় ছুটতো। আমরাও হাফ ছেড়ে বাচতাম। কিন্তু বিধি বাম এর পরই ইন্ডেক্স কমতে শুরু করল এবং বেলা ১.৪০ পর্যন্ত যে গ্রাফটা তৈরী করল তার খন্ড বিশেষ নিম্ন রুপঃ


 উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে যে, চিত্রটি একটি হেড এন্ড সোল্ডার প্যাট্যার্ণ যা বিয়ারিশ প্যাটার্ণ হিসাবে পরিচিত এর ডান পার্শের নেক লাইন (তির চিহ্নিত) ভেঙ্গে যাওয়াতে তার ফলা ফল পূর্ণাঙ্গ গ্রাফে প্রতি ফলিত হয়েছে। পূর্ণাঙ্গ গ্রাফ নিচে দিলাম 

পূর্ণাঙ্গ গ্রাফটি বিশ্লেষণঃ পুর্ণাঙ্গ গ্রাফটি যেটি তৈরী করল সেটি এটি বড় বিয়ারিস ক্যান্ডেল। উপরোক্ত বিশ্লেষণ থেকে প্রতিয়মান হচ্ছে যে ইন্ডেক্স বার বার ঘোরার চেষ্টা করলেও তা বিক্রয় চাপে দাড়তে  পারছেনা। এছাড়া উপরের গ্রাফে দেখা যাচ্ছে লেনদেন প্রথম ও শেষ দিকে খুবই বেশি। এ থেকে বোঝা যায় বাজারে প্রচুর পরিমাণ নেটিং চলছে। যদিও নেটিং ভাল বাজারের জন্য  ফল বয়ে আনে না। 

 বাজর প্রায় ৩১৮ পয়েন্ট পড়েছে এবং লেনদেনও তুলনামূলক ভাবে কম। সেহেতু ২/১ দিনের মধ্যে একটা সর্টবাউন্স আশা করা যায়। ইনডেক্স এর একটি ষ্ট্রং সাপোর্ট ৫২৮০তে  লক্ষ করা যাচ্ছে। দেখা যাক সেটি কতটা সাপোর্ট দিতে পারে।

বর্তমানে করনীয়ঃ ১।  পেনিক হয়ে লাভ নাই। যে শেয়ারগুলো আপনার ক্রয় মূল্য থেকে  ১০% এর বেশি পড়েছে সেগুলো পেনিক হয়ে সেল দিলে আম ছালা দুটাই যাবে। বরং যেটি স্টপলস প্রয়োহের মধ্যে আছে সেটিতে স্টপলস করে ক্যাশটি আপনাকে বেশি কাদানো শেয়ারটিতে ধীরে ধীরে নিবিয়োগ করে অর্থাৎ এভারেজ করে ক্রয় মূল্য কমিয়ে আনা ভাল। কারণ দেখা গেছে এ ধরণের বড় রকমের ফল করলে সে সকল শেয়ার বেশি পরিমাণ কমে ইনডেক্স ঘুরলে তারাই বেশি বেশি বাড়ে।

২। যদি নেটিং এ পারদর্শী হন তবে ডে-নেটিং করতে হবে।

Tuesday, January 24, 2017

Trailing Stop Loss - প্রথম পর্ব।

আপনি শেয়ার কেনার কিছুদিন পর লাভে চলে গেলেন তারপর শেয়ারটি যখন স্লো মুডে থাকল এর পর ভয় পেয়ে আপনি ছেড়ে দিলেন তারপর দেখলেন যে আপনার ছেড়ে দেয়া শেয়ারটি অনেক বেড়ে গেছে। তখন নিজের চুল নিজেই ছিড়তে ইচ্ছে করে। তখন মনে মনে বলতে খাকি কেন যে খামকা শেয়ারটা ছেড়ে দিলাম। এমন পরিস্থিতি যদি আপনার অনেক বার ঘটে থাকে তাহলে আপনার জন্য এই পোষ্টটি ঔষধের মত কাজ করবে। তা আর দেরি নয় শুরু করা যাক।

কোন শেয়ার যখন বাড়তে থাকে তখন খুব কম শেয়ারই আছে একটানা বেড়ে চলে বাড়তে বাড়তে মাঝে মাঝে স্লো হয়। কিছু কিছুশেয়ার আবার এমন স্লো হয় যে সে আবার ডাউন ট্রেন্ডে চলে যায়। ফলে একটু স্লো হলেই আমরা ভয়ে পড়ে যাই। এ সমস্যা সমাধান করতে আপনাকে Trailing Stop Loss সম্পর্কে জানতে হবে।

ট্রেলিং স্টপলস কি?

Thursday, January 19, 2017

Market Updet (18-01-17)

কি বন্ধুরা মার্কেট কারেকশন নিয়ে কি চিন্তিত?  
- আমার মনে হয় এখনই বেশি উতলা না হওয়াই ভাল। গত ১৫/০১/১৭ তারিখে ইনডেক্স হাই ভলিউমে রেজিষ্ট্যান্স ব্রেক করেছে, যাকে টেকনিক্যাল এনালাইসিস এর ভাষায় সাকসেসফুল রেজিষ্ট্যান্স ব্রেকআউট। আর বাজারের ধর্ম বেকআউটের পর সেই পূর্বের রেজিষ্ট্যান্স টেষ্ট করা। গত ১৭/০১/১৭ তারিখের ট্রেডিং শেষে RSI (15) এর মান ছিল ৯৪.১৬, যার উপরে এ মান গেলে হতো অতি অসহনীয়।

Sunday, January 15, 2017

A Group Share (15-01-17)

আজ এমন একটি তালিকা আপনাদের সামনে হাজির করব যা লংটার্মে/মিড টার্মে অনেক ভাল করবে এমনকি ডাবল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তালিকা টি সকলেরই পরিচিত যে টি হচ্ছে A ক্যাটাগরির কিছু শেয়ার যারা এত দিন অবহেলিত হয়ে পড়ে ছিল। এ তালিকার কিছু শেয়ারের নাম গ্রুপে অনেক আগে একবার দিয়েছিলাম। তার পর থেকে বাড়তেই থাকছে শেয়ারগুলো। ইতি মধ্যে কিছু শেয়ার প্রায় ডবল হয়ে উঠেছে। এ তালিকার মধ্যে যে শেয়ার গুলো এখনও বেশি বাড়েনি সে গুলো অনেক বাড়বে। তবে যে গুলো বেড়েছে সেগুলোও যে থেমে যাবে তেমন মনে হচ্ছে না।

A ক্যাটাগরির শেয়ার মানে যে শেয়ারগুলো নিয়মিত এজিএম করে, বছরে কমপক্ষে ১০% ডেভিডেন্ট দেয় এমন ধরণের

Wednesday, January 11, 2017

এক বছরের গড় মূল্যের ৫% এর নিচের শেয়ারের তালিকা

গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শেয়ার ক্রয়ের একটি লংটার্ম ইনভেষ্টমেন্ট পদ্ধতি নিয়ে। আজ আলোচনা করব দ্বিতীয় একটি পদ্ধতি নিয়ে। উল্লেখ্য এ দুটো পদ্ধতিই ব্যপক ব্যবহৃত হয় ফান্ডামেন্টাল এনালাইসিসে।

দ্বিতীয় নিয়মটি হলো-

"শেয়ার কিনুন বছরের গড় মূল্যের নিচে থাকা শেয়ার।"

আজ দেখাবো আজকের বাজার দর অনুযায়ী যে সকল শেয়ার তাদের  ১ বছরের গড় মূল্য অপেক্ষা  ৫% এরও বেশি কমে

Tuesday, January 10, 2017

1 Year Low Share ( এক বছরের মধ্যে সর্বনিম্ন দামে অবস্থানকারী শেয়ারের তালিকা)

পেইড বা ধান্দাবাজী এডমিনের পাল্লায় পড়ে জীবনটাকে হেল করে ফেলবেন না। শেয়ার বিজিনেসের নিয়ম কানুন শিখুন নিজেকে নিরাপদ রাখুন।

 আজ আলোচনা করব শেয়ার ক্রয়ের নিয়মের এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে। নিয়মটি নিম্নরুপঃ


  "বছরের সর্বনিম্ন দামে শেয়ার ক্রয় করুন এবং টেনশন ফ্রি থাকুন।"


নিয়মটি অনেকেই জানলেও কোন কোন শেয়ার বছরের সর্বনিম্ন দামে অবস্থান করছে তা জানেন না। তাই তাদের উদ্দেশে

Monday, January 9, 2017

Amibroker Setuup PDF (বাংলা)

 Amibroker Setup এর PDF (বাংলায়) ফাইলটার ডাউনলোড লিংক নিচে দেওয়া হলোঃ

  Amibroker Setup এর PDF




High Gain Share List (১৫/১১/১৬ হতে ০৫/০১/১৭ পর্যন্ত যে সকল শেয়ার বেশি বৃদ্ধি পেয়েছে তার তালিকা)

নিচে ১৫/১১/১৬ হতে ০৫/০১/১৭ পর্যন্ত যে সকল শেয়ার বেশি বৃদ্ধি পেয়েছে তার তালিকা দেয়া হলো। 

তালিকা ব্যবহার পদ্ধতিঃ তালিকার উরের যে শেয়ারগুলো আছে, আপনার কাছে সেগুলো থেকে প্রফিট

Saturday, January 7, 2017

Market Update 07-01-17

লাইফ সাপোর্টে টিকিয়ে রাখা হয়েছে বাজার। আগামী কালের মেলাকে সামনে রেখে কোন রকম কারেকশনকে জন সম্মূখে উপস্থাপন না করাতেই ইনডেক্সকে পজেটিভ রাখা হয়েছে। নইলে গত তিন দিনে যে কারেকশনের চাপ গিয়েছে তাতে ইনডেক্স ১০০ থেকে ১৫০ পয়েন্ট কমার কথা।সে যাই হোক কি ভাবে ইনডেক্স বাড়ছে সেটা কথা নয়।

Index Chart


ইনডেক্স এর বর্তমান RSI(১৫) এর মান ৯০.২৫ যা যানান দিচ্ছে যে, ইনডেক্স এর সামনে আর অল্পই বাড়তে পারে।ইনডেক্সকে সামনে আগতে হলে একটা ছোট খাট কারেকশন দরকার নইলে যখন পড়বে তখন লাইফ সাপর্টেও কাজ হবে না।২০১০ না হলেও তখন পুনরায় ২০১৪ এর মত আচারণ করবে।