Saturday, December 9, 2017

Taking Profit Part-2 (টেকিংপ্রফিটঃপর্ব - ২ )

প্রফিট টেকিংঃ পর্ব-২
৩। আপ ট্রেন্ড লাইন ব্রেকআপঃ
কোন শেয়ার যখন আপ ট্রেন্ডে যায় তখন একটা ট্রেন্ড লাইন সৃষ্টি করে। আপ ট্রেন্ডের বেলায় হায়ার লোগুলো (Higher Low) যোগ করলে এই লাইন পাওয়া যায়। কোন শেয়ারের দাম কমতে কমতে যদি এই লাইন ক্রস করে নিচে নামতে থাকলে ট্রেন্ড লাইন ক্রস করার পর বিক্রি করাই বুদ্ধিমানের কাজ।





চিত্র-১ এ আপ ট্রেন্ড লাইন ব্রেকআপ দেখানো হলো।
৪। ট্রেইলিং স্টপলস ব্যবহারঃ
শেয়ারের যখন দাম কমতে থাকে তখন ৭% -১০% এর বেশি কমে গেলে অধিকাংশ শেয়ার তার Strength হারিয়ে ফেলে তখন ক্রমান্বয়ে ডাউনট্রেন্ড শুরুহয়। তাই কোন শেয়ারের নির্দিষ্ট পরিমাণ (৩%-১০%) দাম কমলেই অনেকেই শেয়ার সেল করে। আর এ পদ্ধতি হলো Trailing Stop Loss প্রয়োগ করা বলে। আমি সাধারণত ৫%বা তার কমে Trailing Stop Loss প্রয়োগ করা যুক্তি যুক্ত বলে মনে করি। এ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ২টি লিংক এ ক্লিক করুন।
১। https://www.facebook.com/photo.php?fbid=705300646244666&set=gm.672800012834743&type=1&hc_location=ufi
২। https://www.facebook.com/groups/tabangla/permalink/696520583796019/
আর Trailing Stop Loss গ্রাফিক্যালি দেখতে আমার তৈরী নিচের afl টি ব্যবহার করা যেতে পারে।
https://www.facebook.com/groups/tabangla/permalink/721332437981500/






চিত্র-২ তে Trailing Stop Loss ক্রস করা দেখানো হলো।

No comments:

Post a Comment