Sunday, December 10, 2017

Taking Profit Part-3 (টেকিংপ্রফিটঃপর্ব - ৩ )

রফিট টেকিংঃ পর্ব- ৩



৫। Higher Low তৈরীতে ব্যর্থ হলেঃ
একটা ভাল শেয়ার যখন আপ ট্রেন্ডে থাকে তখন সে ক্রমান্বয়ে Higher Low তৈরী করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। যদি দেখা যায় যে শেয়ারটি Higher Low তৈরী করতে করতে ব্যার্থ হচ্ছে বা পূর্ববর্তী Higher Low থেকে ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে, তখন প্রফিট টেক করাই উচিত।



চিত্র -১ এ বিষয়টি উপস্থাপন করা হয়েছে। চিত্রে গোল দাগ দিয়ে Higher Low গুলো দেখানো হয়েছে।
৬। রেজিষ্টান্স বা পূর্ববর্তী High তে অবস্থান করার পর আর উদ্ধোমূখী না হলেঃ
কোন শেয়ার দাম বাড়তে বাড়তে রেজিষ্টান্স বা পূর্ববর্তী High তে অবস্থান করার পর আর উদ্ধোমূখী না হলে প্রফিট টেক করা উচিত।



No comments:

Post a Comment