দীর্ঘ দিন পর মার্কেট আপডেট নিয়ে বসলাম। আর কেনইবা আমি ঘণ ঘন মার্কেট আপডেট দেইনা তার প্রথম কারণ আমি সাধারণত মার্কেট সম্পর্কে যে ধারণা দেই সেটি সর্ট টার্মের জন্য নয় লং টার্মের জন্য। তাছাড়া এ মার্কেট আপডেট নিয়ে সঠিক বাবে প্লান করে কাজ করতে পারেন বলে মনে হয়না।
আমার ফেসবুক প্রফাইল পেজ এ ইতঃপূর্বে গত 29/05/2024 তারিখে যে মার্কেট আপডেট দিয়েছিলাম তখন মার্কেট ছিল ডাউট্রেন্ডে তখন আমি দেখিয়েছিলাম মার্কেট কোথা থেকে ঘুরে যাবে। সেই আপডেটটি যদি আপনি না পড়ে থাকেন তাহলে আমার ফেসবুক টাইমলাইনে গিয়ে পড়ে আসতে পারেন। দেখুন মার্কেট ঠিক সেখান থেকেই বাউন্স করে উদ্ধোমূখী হয়েছে।
এখন আলোচনায় আসা যাক সামনে ইনডেক্স কি হতে চলেছে?
নিচের চিত্রটি যদি ভালভাবে খেল করেন তাহলে দেখবে চিত্রটি হচ্ছে ইনডেক্স এর মান্থলী ক্যান্ডেলের গ্রাফ। যেটি ২০১২ থেকে দেখানো হয়েছে।
এ গ্রাফে উপরের মাথা দিয়ে ও নীচের মাথা দিয়ে যে দুইটি নীল রঙের দাগ টানা হয়েছে তাকে বলে প্রাইচচ্যানেল। এই লংটার্ম প্রাইচ চ্যানেল যেহেতু উর্দ্ধোমূখী তাই আশাকরা যায় সামনে বেশ কয়েক মাস ভালই যাবে। আরো একটা দিক লক্ষণীয় মার্কেট যেহেতু চ্যানেলের নীচের প্রান্তে টাচ করে উরের দিকে ধাবীত হচ্ছে তাই তার পরবর্তী টার্গেট চ্যানেলের উপরের প্রান্তের দিকে আর চ্যানেলের উপরের প্রান্তে টাচ করলে কত পর্যন্ত যেতে পারে সেটি নিশ্চয় আপনি অনুমান করতে পারছে যে সেই মান টি আনুমানিক ৮০০০ এর কিটবর্তী। আর আপনার যদি এর সাথে দ্বিমত থাকে তাহলে কমেন্ট করে জানান।