Tuesday, September 24, 2024

Market Update 24-09-2024

 

দীর্ঘ দিন পর মার্কেট আপডেট নিয়ে বসলাম। আর কেনইবা আমি ঘণ ঘন মার্কেট আপডেট দেইনা তার প্রথম কারণ আমি সাধারণত মার্কেট সম্পর্কে যে ধারণা দেই সেটি সর্ট টার্মের জন্য নয় লং টার্মের জন্য। তাছাড়া এ মার্কেট আপডেট নিয়ে সঠিক বাবে প্লান করে কাজ করতে পারেন বলে মনে হয়না।

আমার ফেসবুক প্রফাইল পেজ এ ইতঃপূর্বে গত 29/05/2024 তারিখে যে মার্কেট আপডেট দিয়েছিলাম তখন মার্কেট ছিল ডাউট্রেন্ডে তখন আমি দেখিয়েছিলাম মার্কেট কোথা থেকে ঘুরে যাবে। সেই আপডেটটি যদি আপনি না পড়ে থাকেন তাহলে আমার ফেসবুক টাইমলাইনে গিয়ে পড়ে আসতে পারেন। দেখুন মার্কেট ঠিক সেখান থেকেই বাউন্স করে উদ্ধোমূখী হয়েছে। 

এখন আলোচনায় আসা যাক সামনে ইনডেক্স কি হতে চলেছে?

নিচের চিত্রটি যদি ভালভাবে খেল করেন তাহলে দেখবে চিত্রটি হচ্ছে ইনডেক্স এর মান্থলী ক্যান্ডেলের গ্রাফ। যেটি ২০১২ থেকে দেখানো হয়েছে। 

 

Market Update,Technical Analysis, Fundamental Analysis, Dhaka stock Exchange, Dsebd, Csebd, বাংলায় টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস,

 

 

এ গ্রাফে উপরের মাথা দিয়ে ও নীচের মাথা দিয়ে যে দুইটি নীল রঙের দাগ টানা হয়েছে তাকে বলে প্রাইচচ্যানেল। এই লংটার্ম প্রাইচ চ্যানেল যেহেতু উর্দ্ধোমূখী তাই আশাকরা যায় সামনে বেশ কয়েক মাস ভালই যাবে। আরো একটা দিক লক্ষণীয় মার্কেট যেহেতু চ্যানেলের নীচের প্রান্তে টাচ করে উরের দিকে ধাবীত হচ্ছে তাই তার পরবর্তী টার্গেট চ্যানেলের উপরের প্রান্তের দিকে আর চ্যানেলের উপরের প্রান্তে টাচ করলে কত পর্যন্ত যেতে পারে সেটি নিশ্চয় আপনি অনুমান করতে পারছে যে সেই মান টি আনুমানিক ৮০০০ এর কিটবর্তী। আর আপনার যদি এর সাথে দ্বিমত থাকে তাহলে কমেন্ট করে জানান।

 

এখন আপনার প্রশ্ন জাগতে পারে সেই উপরের প্রান্তে যেতে কত সময় লাগতে পারে? বা মার্কেট কত দিন আপট্রেন্ডে থাকবে?

এর উত্তর ও আপনি নিজেই বের করতে পারবেন। ইতপূর্বে ২০২০ সালে যেমন চ্যানেলের নীচ প্রান্ত থেকে উপরে যেতে সময় লেগেছিল প্রায় ১৮ মাস এবারও নিশ্চই তার থেকে কিছু ক্ম বা বেশি হতে পারে তবে নিশ্চই আকাশ-পাতাল প্রভেদ হবে না। তাই নয় কি?

Sunday, September 22, 2024

ক্যাপিটাল এলোকেশন (Capital Allocation)

 ক্যাপিটাল এলোকেশন  (Capital Allocation )

একটা পূর্ণাঙ্গ এনালিসিস কোর্স উপহার দেওয়ার উদেশ্যে শুরু খেকেই কিভাবে কি করলে লসের হাত থেকে দূরে থেকে নিজেকে ধীরে ধীরে লাভে নিয়ে যাওয়া যায় সে চেষ্টাই থাকবে।তাইতো শূরুকরলাম ক্যাপিটাল এলোকেশন নিয়ে ।

 

শেয়ার বাজারে বিনিয়োগ করতে আপনার বিনিয়োগকৃত মূলধকে যে ভাবে সঠিক উপায়ে ব্যাবহার করা যায় তা নিম্নরুপঃ

বিনিয়োগকৃত মূলধনকে Long Term (দীর্ঘ মেয়াদে বিনিয়োগ) ঃ Mid Term (মধ্য মেয়াদে নিনিয়োগ)ঃ Short Term (স্বল্প সময়ের জন্য বিনিয়োগ) = ৫ঃ৩ঃ২ অনুপাতে করলে রিস্ক কম থাকে।

 

Capital Allocation, Long Term,দীর্ঘ মেয়াদে বিনিয়োগ,Mid Term,মধ্য মেয়াদে নিনিয়োগ,Short Term

অর্থাৎ আপনার যদি বিনিয়োগকৃত  টাকার পরিমাণ যদি হয় ১০ লক্ষ। তাহলে

 Long Term (দীর্ঘ মেয়াদে বিনিয়োগ) বিনিয়োগ করতে হবে ৫ লক্ষ টাকা।

 Mid Term (মধ্য মেয়াদে নিনিয়োগ) বিনিয়োগ করতে হবে ৩ লক্ষ টাকা।

এবং Short Term (স্বল্প সময়ের জন্য বিনিয়োগ) বিনিয়োগ করতে হবে ২ লক্ষ টাকা।

 

এখন আলোচনা করা যাক Long Term (দীর্ঘ মেয়াদে বিনিয়োগ) ,Mid Term (মধ্য মেয়াদে নিনিয়োগ) এবং Short Term (স্বল্প সময়ের জন্য বিনিয়োগ) এর মেয়াদ নিয়েঃ  

Long Term (দীর্ঘ মেয়াদে বিনিয়োগ) এর সময়কাল হবে ১ বছর থেকে ৫/৭ বছর বা যতদিন তার যোগ্যতা অটুট থাকে। 

Mid Term (মধ্য মেয়াদে নিনিয়োগ) এর মেয়াদ হবে ৩মাস থেকে ১ বছর পর্যন্ত।

Short Term (স্বল্প সময়ের জন্য বিনিয়োগ) এর মেয়াদ হবে ২দিন থেকে ৩মাস পর্যন্ত।


আগামী পর্বে আলোচনা করব Long Term (দীর্ঘ মেয়াদে বিনিয়োগ) এর জন্য শেয়ারগুলো কিভাবে খুঁজে বের করবেন।

এ ছাড়াও এ সমপর্কিত পোষ্ট পজিশন সাইজিং টি দেখতে পারেন