Wednesday, February 15, 2017

03. Database Creation, Csv Data Collection and Import Csv Data into Amibroker in Bangla - K. C. Mondal.

শেয়ার বিজিনেস করতে গেলে এনালাইসিসের কোন বিকল্প নাই। আমি চেষ্টা করছি কিভাবে। সহজে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কিত ধারণা সবার সাথে শেয়ার করা যায়। আর এনালাইসিস করতে গেলে সফটওয়ার থাকলে ভাল হয়। প্রথম ভিডিওটিউটরিয়ালে আমি দেখিয়েছিলাম এমিব্রোকার সফটওয়ার সেটাপ দেয়া। আজ দেখালাম নতুন ডাটাবেজ তৈরী, Csv ডাটা সংগ্রহ এবং ডাটা ইপোর্ট করে চার্ট তৈরী ও দেখা। প্রথমটি ছাড়া এটি সম্পূর্ণ অচল। তাই যারা প্রথম ভিডিও টিউটরিয়াল দেখেননি তারা নিচের লিংক থেকে দেথে নিনঃ https://youtu.be/3wjZhH8xv44
এ ভিডিওটি বুছতে কোন সমস্যা হলে নিচে প্রশ্ন করুন। ধন্যবাদ।

No comments:

Post a Comment