Saturday, February 25, 2017

Share Buy Tips according to Technical Analysis

টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী শেয়ার ক্রযের টিপস

"কথায় আছে শেয়ার যদি কিনে লাভ করতে না পারেন, তাহলে বিক্রি করে লাভ করতে পারবেন না।"  কোন শেয়ার যখন ডাউন টেন্ড্রে যায়, তখন সেটা বিক্রির জন্য দিশেহারা হয়ে পড়ি। অথচ সে শেয়ার পুনরায় ক্রয়যোগ্য কি না সেটাও দেখি না। আমি সাধারণত অবহেলিত শেয়ারের দারুন ভক্ত।. তাই খুজতে খাকি কোন শেয়ার ডাউনট্রেন্ড শেষ করে পুনরায় মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তারর কারণ এ ধরণের শেয়ার সাধারণের চোধে পড়ার আগেই লাভে চলে যাওয়া যায়।আর তার পর যদি সাধারণ এর চোখে পড়ে তাহলে তো-----------------

আর এ ব্যাপারে আপনাকে সাহায্য করবে ট্রেন্ডলাইন ব্রেকআউট স্ট্যাটিজি।নিচে ট্রেন্ড লাইন ব্রেক-আউটের একটা চিত্র দিলাম।

Share Buy Tips

Chart Analysis

কোন ডাউনডেন্ডের শেয়ারের পূর্বের হাই গুলো যোগ করলে যে লাইন পাওয়া যায় সেটি ডাউনট্রেন্ড লাইন। এ লাইন বাই ভলিউমে ব্রেক-আউট করলে সে মুহুর্তে/১/২ দিন অবজার্ভ করে বাই করা যেতে পারে। এ ক্ষেত্রে ইমিডিয়েট লো কে স্টপলস লাইন ধরতে হবে অর্থাৎ নিকটতম লো এর নিচে আসলে শেয়ারটি ধরে রাখা ঠিক হবে না।



No comments:

Post a Comment