Stop Loss (উদাহরণ সহ):
প্রথমে বলে
নেই Stop Loss সমপর্কে
ভাল ধারণা লাভ করতে গেলে Support
& Resistance সম্পর্কে ভাল ধারণা থাকা আবশ্যক। তাই Support
& Resistance সম্পর্কে যাদের ধারণা নাই তারা নিচের লিংক থেকে
Support & Resistance সম্পর্কে জেনে নিন: http://tabangla.blogspot.com/2012/02/support-resistance.html
১। Stop
Loss কি?
উত্তরঃ
Stop Loss হলো যখন দাম কমতে থাকে তখন একটা নির্দিষ্ট দাম
পর্যন্ত অপেক্ষা করা এবং উক্ত দামের নিচেয় আসলেই শেয়ারটি বিক্রি করে দেয়া। এই
নির্দিষ্ট দাম টি হতে পারে কেনা দাম অপেক্ষা ৫% বা ৭% (এটা বিনিয়োগ কারীর ধরণের
উপর নির্ভরশীল) কম দাম অথবা কেনা দামে নিচে যে নিকবর্তী সাপোর্ট লেভেল আছে সেই
সাপোর্ট লেভেলের দাম এই দুই দামের মধ্যে যেটি সর্বনিম্ন দাম।