Sunday, December 17, 2017

Stop Loss



Stop Loss (উদাহরণ সহ):
প্রথমে বলে নেই Stop Loss সমপর্কে ভাল ধারণা লাভ করতে গেলে Support & Resistance সম্পর্কে ভাল ধারণা থাকা আবশ্যক। তাই Support & Resistance সম্পর্কে যাদের ধারণা নাই তারা নিচের লিংক থেকে Support & Resistance সম্পর্কে জেনে নিন: http://tabangla.blogspot.com/2012/02/support-resistance.html

১। Stop Loss কি?
উত্তরঃ Stop Loss হলো যখন দাম কমতে থাকে তখন একটা নির্দিষ্ট দাম পর্যন্ত অপেক্ষা করা এবং উক্ত দামের নিচেয় আসলেই শেয়ারটি বিক্রি করে দেয়া। এই নির্দিষ্ট দাম টি হতে পারে কেনা দাম অপেক্ষা ৫% বা ৭% (এটা বিনিয়োগ কারীর ধরণের উপর নির্ভরশীল) কম দাম অথবা কেনা দামে নিচে যে নিকবর্তী সাপোর্ট লেভেল আছে সেই সাপোর্ট লেভেলের দাম এই দুই দামের মধ্যে যেটি সর্বনিম্ন দাম।

Sunday, December 10, 2017

Taking Profit Part-3 (টেকিংপ্রফিটঃপর্ব - ৩ )

রফিট টেকিংঃ পর্ব- ৩



৫। Higher Low তৈরীতে ব্যর্থ হলেঃ
একটা ভাল শেয়ার যখন আপ ট্রেন্ডে থাকে তখন সে ক্রমান্বয়ে Higher Low তৈরী করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। যদি দেখা যায় যে শেয়ারটি Higher Low তৈরী করতে করতে ব্যার্থ হচ্ছে বা পূর্ববর্তী Higher Low থেকে ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে, তখন প্রফিট টেক করাই উচিত।



চিত্র -১ এ বিষয়টি উপস্থাপন করা হয়েছে। চিত্রে গোল দাগ দিয়ে Higher Low গুলো দেখানো হয়েছে।
৬। রেজিষ্টান্স বা পূর্ববর্তী High তে অবস্থান করার পর আর উদ্ধোমূখী না হলেঃ
কোন শেয়ার দাম বাড়তে বাড়তে রেজিষ্টান্স বা পূর্ববর্তী High তে অবস্থান করার পর আর উদ্ধোমূখী না হলে প্রফিট টেক করা উচিত।



Saturday, December 9, 2017

Taking Profit Part-2 (টেকিংপ্রফিটঃপর্ব - ২ )

প্রফিট টেকিংঃ পর্ব-২
৩। আপ ট্রেন্ড লাইন ব্রেকআপঃ
কোন শেয়ার যখন আপ ট্রেন্ডে যায় তখন একটা ট্রেন্ড লাইন সৃষ্টি করে। আপ ট্রেন্ডের বেলায় হায়ার লোগুলো (Higher Low) যোগ করলে এই লাইন পাওয়া যায়। কোন শেয়ারের দাম কমতে কমতে যদি এই লাইন ক্রস করে নিচে নামতে থাকলে ট্রেন্ড লাইন ক্রস করার পর বিক্রি করাই বুদ্ধিমানের কাজ।





চিত্র-১ এ আপ ট্রেন্ড লাইন ব্রেকআপ দেখানো হলো।
৪। ট্রেইলিং স্টপলস ব্যবহারঃ
শেয়ারের যখন দাম কমতে থাকে তখন ৭% -১০% এর বেশি কমে গেলে অধিকাংশ শেয়ার তার Strength হারিয়ে ফেলে তখন ক্রমান্বয়ে ডাউনট্রেন্ড শুরুহয়। তাই কোন শেয়ারের নির্দিষ্ট পরিমাণ (৩%-১০%) দাম কমলেই অনেকেই শেয়ার সেল করে। আর এ পদ্ধতি হলো Trailing Stop Loss প্রয়োগ করা বলে। আমি সাধারণত ৫%বা তার কমে Trailing Stop Loss প্রয়োগ করা যুক্তি যুক্ত বলে মনে করি। এ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ২টি লিংক এ ক্লিক করুন।
১। https://www.facebook.com/photo.php?fbid=705300646244666&set=gm.672800012834743&type=1&hc_location=ufi
২। https://www.facebook.com/groups/tabangla/permalink/696520583796019/
আর Trailing Stop Loss গ্রাফিক্যালি দেখতে আমার তৈরী নিচের afl টি ব্যবহার করা যেতে পারে।
https://www.facebook.com/groups/tabangla/permalink/721332437981500/






চিত্র-২ তে Trailing Stop Loss ক্রস করা দেখানো হলো।