Sunday, January 15, 2012

TRIX


TRIX (পর্ব -১):


আজকে এবং আগামী কয়েক দিনের টিউটোরিয়াল কর্নারে আমরা TRIX নিয়ে আলোচনা করবঅনেক ট্রেডারই তাদের ট্রেডের ক্ষেত্রে TRIX ইন্ডিকেটরটি ব্যবহার করে থাকেন TRIX  হচ্ছে একটি মোমেন্টাম ইন্ডিকেটর, যা একটি শেয়ারের সমাপ্তিমূল্যের triple exponential moving average-এর পরিবর্তনের হার নির্ণয় করে১৯৮০ সালের শুরুর দিকে Jack Hutson Technical Analysis of Stocks and Commodities’ ম্যাগাজিনের সম্পাদক TRIX-কে বর্ণনা করেনএটি ০ লাইনকে কেন্দ্র করে ওঠানামা করেTRIX এমনভাবে বিন্যস্ত, যা শেয়ারের দীর্ঘ ট্রেন্ডে অপ্রয়োজনীয় গতি বাদ দেয়ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করে (যেমন: ১৫দিন) যার মাধ্যমে moving average পাওয়া যায় এবং যে চক্রগুলো সে সময়সীমার চেয়ে ছোট, তা বাদ দেওয়া হয়
TRIX একটি প্রধান (leading) ইন্ডিকেটর যা শেয়ার মূল্যের সঙ্গে divergence-এর মাধ্যমে একটি ট্রেন্ডের টার্নিং পয়েন্ট খুঁজে পেতে সাহায্য করেএকইভাবে, একটি moving average-কে একটি স্বল্প সময়সীমার (৯ দিনের) সঙ্গে যুক্ত করা এবং এটিসিগন্যাল লাইনহিসেবে ব্যবহৃত হয়, যেখনে TRIX মুখ্য ভূমিকা পালন করে TRIX এবং সিগন্যাল লাইনের মধ্যে সংঘটিত ক্রসওভার buy/sell-এর সংকেত প্রদান করে
 Calculation: TRIX কেলকুলেট করতে হলে একটি নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করতে হবেযার ফলে exponential moving average  সৃষ্টি হয় এবং যা সমাপ্তিমূল্যের ওপর নির্ণীতযেমন: ১৫ দিনের সময়সীমার ক্ষেত্রে,
১. সমাপ্তিমূল্যের ১৫ দিনের exponential moving average হিসাব করতে হবে
২. প্রথম পদক্ষেপ : moving average-এর ১৫ দিনের exponential moving average হিসাব করতে হবে
৩. দ্বিতীয় পদক্ষেপ: moving average-এর ১৫ দিনের exponential moving average হিসাব করতে হবেএখন আপনি volatilityকে বাদ দিয়ে সমাপ্তিমূল্যের triple exponential moving average পেয়ে গেছেন
৪. তৃতীয় পদক্ষেপ: moving average-এর ১ দিনের পরিবর্তনের হার (%) গণনা করতে হবে
যদিও TRIXসমাপ্তিমূল্যের পরিবর্তনের হার পরিমাপ করে কিন্তু একটি পজিটিভ TRIX একটি শেয়ারের সমাপ্তিমূল্যের সুষম বৃদ্ধি বর্ণনা করে


TRIX (পর্ব - ২):


প্রথম পর্বে আমরা TRIX সম্পর্কে জেনেছি এবং এখন আমরা এই TRIX-এর সিগন্যাল লাইন ব্যবহার করে কীভাবে ট্রেড করা যায়, তা দেখবসাধারণত একটি পজিটিভ TRIX অনেকটাই একটি পজিটিভ price ট্রেন্ডের মতো যখন এটি ০ লাইনের ওপর দিয়ে অতিক্রম করে, তখন তা buy সিগন্যাল হিসেবে বিবেচিতএকইভাবে ০ লাইনের নিচ দিয়ে অতিক্রম করাকে sell সিগন্যাল হিসেবে বিবেচনা করা হয়TRIX  ইন্ডিকেটরের সিগন্যাল লাইনহচ্ছে একটি গুরুত্বপূর্ণ buy/sell ইন্ডিকেটরসিগন্যাল লাইনের সময়সীমা স্বল্প এবং এর ওপর দিয়ে অতিক্রম করা মানে শেয়ারের সাম্প্রতিক সমাপ্তিমূল্য সর্বোচ্চ হবেযখন TRIX ‘সিগন্যাল লাইন’-এর ওপর দিয়ে অতিক্রম করে, তখন তা buy সিগন্যাল এবং সিগন্যাল লাইন’-এর নিচ দিয়ে অতিক্রম করলে, তা sell  সিগন্যাল হিসেবে কাজ করেএই পদ্ধতি শেয়ারের sideway-এর ক্ষেত্রে ভুল সিগন্যাল দেখাতে পারেসুতরাং, এটি মূল্যের পরিবর্তনের (Trending) ক্ষেত্রে ভালো কাজ করেতাই সুনিশ্চিত তথ্যের জন্য অন্য ইন্ডিকেটরের সঙ্গে সম্পৃক্ত করে TRIX-কে ব্যবহার করাই উপযুক্ত
উদাহরণ :
মাইক্রোসফটের দৃষ্টান্ত হতে দেখতে পাই, তিনটি বুলিশ ক্রসওভার, যা TRIX এবং সিগন্যাল লাইন’-এর মধ্যে সংঘটিত হয়েছে এবং উভয়ে uptrend-কে অনুসরণ করছেএই ক্রসওভারগুলো আদর্শ buy পয়েন্ট হিসেবে কাজ করছে এবং এরা দ্রুত একটি শেয়ারের বর্ধিত চাহিদার সঙ্গে যুক্ত হচ্ছেচিত্রে লক্ষ করুন ১৫ দিনের TRIX লাইন যখন ৯ দিনের সিগন্যাল লাইনকে নিচে থেকে অতিক্রম করছিল এবং সেই সঙ্গে ০ লাইনকেও অতিক্রম করে গেছেফলে শেয়ারটির দাম বৃদ্ধি পাচ্ছিলঠিক একইভাবে আবার যখন ১৫ দিনের TRIX লাইন যখন ৯ দিনের সিগন্যাল লাইনকে ওপর থেকে নিচের দিকে অতিক্রম করছিল, তখন শেয়ারটির দাম কমে যাচ্ছিলআপনি এই ইন্ডিকেটরটিকেও আপনার ইন্ডিকেটরের তালিকায় রাখতে পারেনআপনি টেকনিক্যাল আনালাইসিসে এ ধরনের অনেক ইন্ডিকেটরই পাবেন, কিন্তু আপনি কোন ইন্ডিকেটরটি ব্যবহার করে ট্রেড করবেন, সে বিষয়টি কিন্তু আপনাকেই ঠিক করতে হবে





No comments:

Post a Comment