Saturday, January 14, 2012

Ultimate Oscillator


Ultimate Oscillator (পর্ব - ১):






Larry Williams ১৯৮৫ সালে প্রথমবার ‘Technical Analysis of Stocks and Commodities’ ম্যাগাজিনে প্রকাশিত আর্টিকেলে ultimate oscillator  সম্পর্কে বর্ণনা দিয়েছেনUltimate Oscillator হচ্ছে একটি সূচকের মধ্যে একটি শেয়ারের তিনটি ভিন্ন সময়ের মূল্য পরিবর্তনের (price action) বর্তমানএর মান ০ হতে ১০০ পর্যন্ত এবং এর মধ্যবর্তী হচ্ছে ৫০oversold-এর স্থল ৩০-এর নিচে এবং overbought-এর স্থল ৭০ হতে ১০০ পর্যন্ত বিস্তৃতUltimate Oscillator তিনটি time frame ব্যবহার করে এবং ব্যবহারকারীরা এটিকে সুনির্দিষ্টভাবে সাজিয়ে ব্যবহার করতে পারেনসাধারণত ৭ দিনের, ১৪ দিনের এবং ২৮ দিনের মান ব্যবহৃত হয়লক্ষ করুন, এই সময়গুলো একইসূত্রে গাথা, এর মানে হলো ২৮ দিনের time frame-এ ১৪ দিন ও ৭ দিন time frame উভয়ই     অন্তর্ভুক্তস্বল্প সময়ের পরিবর্তন (action) তিনটি পিরিয়ডের ক্যালকুলেশনের অন্তর্ভুক্ত এবং এটি ফলাফলের ওপর সুন্দর প্রভাব ফেলেআজকের টিউটোরিয়াল কর্নারে আলোচনা করা হবে, আমরা কীভাবে এই indicator-টি একটি শেয়ার ক্রয় করতে ব্যবহার করবসাধারণত আমরা তিনটি ধাপ অনুসরণ করে ক্রয় সিগন্যাল পেতে পারি ১. Bullish divergence সংগঠিত হবে ইনিন্ডকেটরটি এবং শেয়ারটির দামের মাঝে তার অর্থ হচ্ছে Lower Low সংগঠিত হয়২. Bullish divergence-টি ৩০ লাইনের নিচে থাকবে এবং একটি Higher Low সংগঠিত হবে৩. Oscillator-টি bullish divergence-এর ওপরে উঠে যাবে
চিত্রে দেখুন, একটি Bullish Divergence দেখা যাচ্ছে এবং Lower Low সংগঠিত হয়েছেঅন্যদিকে Ultimate Oscillator Higher Low সংগঠিত হয়েছেযখনই Ultimate Oscillator ইন্ডিকেটরটি ৫০ লাইন অতিক্রম করেছে, তখন থেকেই শেয়ারটির দাম আবার বাড়তে শুরু করেছিলফলে, দেখা যাচ্ছে আমাদের পূর্বের বর্ণিত তিনটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধাপগুলো ভালোভাবে বুঝতে হবে এবং এর ব্যাবহারিক প্রয়োগ করতে হবেএইভাবে আমরা Ultimate Oscillator-টি ব্যবহার করে Buy সিগন্যাল পেতে পারিআগামীকালের সংখ্যায় আমরা বিক্রয় সিগন্যাল নিয়ে আলোচনা করব

Ultimate Oscillator (পর্ব - ২) :






গতকালের টিউটোরিয়াল কর্নারে আমরা দেখেছিলাম কিভাবে oscillator ইনডিকেটরটি ব্যবহার করে একটি শেয়ার ক্রয় করব এবং আজ আমরা দেখব ঠিক একই ইনডিকেটর ব্যবহার করে কিভাবে আমরা বিক্রয় করবআমরা ক্রয় সিগন্যালের আগে যেমন দেখেছিলাম ৩টি ধাপ ঠিক একইভাবে বিক্রয় সিগন্যালের আগেও তিনটি ধাপ রয়েছে১. ইনডিকেটর এবং শেয়ারের দামের মধ্যে একটি bearish divergence সংগঠিত হবে যার অর্থ হচ্ছে Ultimate Oscillator একটি lower high তৈরি করবে২. bearish divergence ৭০ লাইনের ওপরে থাকবে৩. শেষ ধাপটি হলো- oscillatorটি bearish divergence-এর low-এর নিচে গিয়ে সেই ট্রেন্ডটি নিশ্চিত করবে
আমরা চিত্রে দেখতে পাচ্ছি শেয়ারটির দাম যখন upward trend তৈরি করছে তখন oscillatorটি overbought অবস্থায় ছিল কারণ তখন ৭০-এর লাইনটি স্পর্শ করেছিলতার অর্থ সেই সময় শেয়ারটি overbought অবস্থায় ছিলঠিক তার কয়েক দিন পরই indicatorটি একটি lower high সংগঠিত হয়েছিল  ফলে দেখা যাচ্ছে তারপর থেকেই শেয়ারটির দাম কমে যাচ্ছিলআপনার উচিত হবে আপনি যখন দেখবেন, আপনার ক্রয়ক্রীত শেয়ারটি একটি bearish divergence তৈরি করছে এবং Oscillator টি overbought হয়ে যাচ্ছে তখনই আপনার শেয়ারটি বিক্রয় করার উপযুক্ত সময়সাধারণত Oscillator একটি Mementum Oscillator এবং এটি তিনটি সময় সাপেক্ষে হতে পারে সিগন্যালগুলো আপনাকে overbought এবং oversold এর সিগন্যাল দিয়ে buy এবং sell করার সুযোগ করে দেবেতবে আপনার উচিত হবে, যে কোনো ইনডিকেটর ব্যবহার করার আগে কিছু ফঁসসু ট্রেড করে আপনার এনালাইসিসে কতটা পারদর্শী সেই বিষয়টি যাচাই করে নেবেন

No comments:

Post a Comment