Saturday, February 25, 2017

Share Buy Tips according to Technical Analysis

টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী শেয়ার ক্রযের টিপস

"কথায় আছে শেয়ার যদি কিনে লাভ করতে না পারেন, তাহলে বিক্রি করে লাভ করতে পারবেন না।"  কোন শেয়ার যখন ডাউন টেন্ড্রে যায়, তখন সেটা বিক্রির জন্য দিশেহারা হয়ে পড়ি। অথচ সে শেয়ার পুনরায় ক্রয়যোগ্য কি না সেটাও দেখি না। আমি সাধারণত অবহেলিত শেয়ারের দারুন ভক্ত।. তাই খুজতে খাকি কোন শেয়ার ডাউনট্রেন্ড শেষ করে পুনরায় মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তারর কারণ এ ধরণের শেয়ার সাধারণের চোধে পড়ার আগেই লাভে চলে যাওয়া যায়।আর তার পর যদি সাধারণ এর চোখে পড়ে তাহলে তো-----------------

আর এ ব্যাপারে আপনাকে সাহায্য করবে ট্রেন্ডলাইন ব্রেকআউট স্ট্যাটিজি।নিচে ট্রেন্ড লাইন ব্রেক-আউটের একটা চিত্র দিলাম।

Share Buy Tips

Chart Analysis

কোন ডাউনডেন্ডের শেয়ারের পূর্বের হাই গুলো যোগ করলে যে লাইন পাওয়া যায় সেটি ডাউনট্রেন্ড লাইন। এ লাইন বাই ভলিউমে ব্রেক-আউট করলে সে মুহুর্তে/১/২ দিন অবজার্ভ করে বাই করা যেতে পারে। এ ক্ষেত্রে ইমিডিয়েট লো কে স্টপলস লাইন ধরতে হবে অর্থাৎ নিকটতম লো এর নিচে আসলে শেয়ারটি ধরে রাখা ঠিক হবে না।



Thursday, February 23, 2017

Hidden Tips of Share Buy

শেয়ার ক্রয়ের গোপন টিপস।

যেহেতু টিপসটা গোপনীয় শুধুমাত্র এ ব্লগের পাঠকদের জন্য তাই  টিপসটা সকলকে জানানোর দরকার নাই এটি শুধু আপনার জন্য। " কোন শেয়ার যখন কয়েকদিন ধরে অল্প অল্প করে বাড়তে থাকে এবং ভলিউমও বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ


Wednesday, February 15, 2017

03. Database Creation, Csv Data Collection and Import Csv Data into Amibroker in Bangla - K. C. Mondal.

শেয়ার বিজিনেস করতে গেলে এনালাইসিসের কোন বিকল্প নাই। আমি চেষ্টা করছি কিভাবে। সহজে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কিত ধারণা সবার সাথে শেয়ার করা যায়। আর এনালাইসিস করতে গেলে সফটওয়ার থাকলে ভাল হয়। প্রথম ভিডিওটিউটরিয়ালে আমি দেখিয়েছিলাম এমিব্রোকার সফটওয়ার সেটাপ দেয়া। আজ দেখালাম নতুন ডাটাবেজ তৈরী, Csv ডাটা সংগ্রহ এবং ডাটা ইপোর্ট করে চার্ট তৈরী ও দেখা। প্রথমটি ছাড়া এটি সম্পূর্ণ অচল। তাই যারা প্রথম ভিডিও টিউটরিয়াল দেখেননি তারা নিচের লিংক থেকে দেথে নিনঃ https://youtu.be/3wjZhH8xv44
এ ভিডিওটি বুছতে কোন সমস্যা হলে নিচে প্রশ্ন করুন। ধন্যবাদ।

Monday, February 13, 2017

02. Support & Resistance Video Tutorial in Bangla By K. C. Mondal "

আমার দ্বিতীয় ভিডিও টিউটরিয়াল প্রকাশ করলাম। যার শিরোনাম " 02. Support & Resistance in Bangla By K. C. Mondal "

Thursday, February 9, 2017

01. Amibroker setup Video Tutorial in Bangla by K.C. Mondal.

আজ থেকে শুরু করলাম এক নতুন অধ্যায় যার নাম ভিডিও টিউটরিয়াল। আমি চেষ্টা করব সাধারণ বিনিয়োগকারী যাতে সহজে টেকনিক্যাল এনালাইসিস শিখতে পারে সে ধরনের ভিডিও টিউটরিয়াল উপহার দেওয়ার জন্য। আমার প্রথম ভিডিও টিউটরিয়ালটির নাম "Amibroker setup in Bangla by K.C. Mondal.".

টিউটরিয়ালটি নিম্নে দেয়া হলোঃ


Market Update 08-02-17 ( বাজার বিশ্লেষণ ০৮/০২/১৭)

Market Update ০৮-০২-১৭ ( বাজার বিশ্লেষণ ০৮/০২/১৭)
আজকের হটাৎ উত্থানে অনেকে যেমন আনন্দিত তেমন অনেকে আবার ভীত হয়ে পড়েছে। তাই এ সমূহুর্তে বর্তমান DSEX এর আপডেট চার্ট সহ বাজার বিশ্লেষণ দিচ্ছি। আপডেট চিত্র টি নিম্নরুপঃ


Chart Analysis of DSEX

Chart Analysis:
আমার পূর্বের মার্কেট আপডেটে বলেছিলাম যে, DSEX এর স্ট্রং সাপোর্ট ৫২৮০ তে লক্ষ করা যাচ্ছে। চিত্র টি লক্ষ করলে দেখা যাচ্ছে যে, ঠিক সেই সাপোর্ট থেকে বাজার ঘুরে গেছে। সুতরাং বাজার যে এখনও সঠিক ট্রাকে আছে এটা বলা যায়।

চিত্রে হলুদ দাগ দেওয়া তিন জোড়া সমান্তরাল লাইন দেথতে পাচ্ছেন এদের চ্যানেল বলে। চ্যানেল তিনটিতে দেখা যাচ্ছে যে, প্রথম চ্যানেলটি ভূমির সামান্য তির্যক ভাবে বেড়ে চলেছে বাজার এ ধরণের চ্যানেলে চললে তার শক্তি অনেক বেশি থাকে। দ্বিতীয় চ্যানেলটি খুবই খাড়া উর্দ্ধো মূখী- এ ধরণের চ্যানেল এ চললে সব সময় সতর্ক থাকতে হয় কখন বাজার পড়ে যায় কারণ বাজার বেশি খাড়া টেকে না। আর এটি যতদিন চলে বাজার জন্য তত সমস্যা। যা আমরা গত কয়েক দিনে হাড়ে হাড়ে টের পেয়েছি।

তৃতীয় চ্যানেলটি খাড়া নিম্নগামী যেহেতু পূর্বের চ্যানেলটি ছিল খাড়া তাই এ চ্যানেলটিও খাড়া নিচের দিকে হয় সাধারণত।

মন্তব্যঃ
আজকের এত বড় উত্থান, তবুও বাজার সেই নিম্নগামী চ্যানেলের মধ্যেই আছে , তাই আজকের উত্থান দেখে কালই সব বিনিয়োগ শেষ করে ফেলা উচিত হবে না।
অনেক পতনের পর বাজার সবে মাত্র স্মার্ট মানি প্রবেশ করতেছিল। এ ধারা যদি আরো কয়েকদিন চলতো তাহলে বাজার পুনরায় অনেক শক্তি পেত। হটাৎ এতবড় উত্থানটা না হলেই ভাল হতো। তবে আগামী কয়েকদিন যদি মার্কেট অল্প অল্প বৃদ্ধি পেয়ে চলতে থাকে এবং দিন দিন লেন-দেন বৃদ্ধি পেতে থাকে তাহলে অনেক ভাল বাজার দেখতে পাব, নইলে বাজার পূর্বের হাই (High) থেকে আবার পড়ার সম্ভাবনা তৈরী হবে।
N.B. পোষ্টটি সময় উপযুক্ত মনে করলে অবশ্যই শেয়ার করবেন বলে আশা রাখি। কারণ আপনার একটু শেয়ারের জন্য আপনার কোন বন্ধু হয়তো উপকৃত হতে পারে।

পূবে প্রকাশিত এখানে 

Monday, February 6, 2017

Buying Tips

আমার বড় ভাগ্য যে ২০১০ এর রমরমা অবস্থায় শেয়ার বাজারে প্রবেশ করি। তার ফল যে কত ভয়াবহ তা যারা ভূক্তভুগি তারাই জানে। সেই ধসে পড়ে ৪০% লসে চলে গেছিলাম। তখন রাত-দিন একটাই মা্ত্র ধ্যান জ্ঞান ছিল কেন আমি লস করলাম? কি করলে লসের হাত থেকে বাচা যায়। এর পর অনেক অন লাইন পড়াশুনা করে ২০১৪ সালে প্রায় ২৫% পুনরুধার করলাম এর পর আবার ধস শূরু হলে সে ১৫% লস গিয়ে ঠেকল ২৫% তাতে দমে গেলাম না।তখন জানতে পারলাম শেয়ার বাজারে মাত্র ১০% লোক লাভ করে আর ৯০% লোক তাদের পুজি হারায়। তখন থেকে প্রতিজ্ঞা করলাম আমি একদিন ১০% লোকের দলে নাম লেখাবই। আপনাদের দোয়ায় আমার সে স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার সকল লস কভার হয়েছে। ২০১০ ও ২০১৪ থেকে যে শিক্ষা আমি পেয়েছি সেটা কাজে লাগিয়ে ভবিষ্যতে ২০১০ থেকেও বড় ধস এলেও সামাল দেয় সম্ভব হবে বলে মনে করি।
এ সময়ে আমার সবেচয়ে বড় শিক্ষা যেটা হয়েছে তা হলো- "আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা বড় বিনিয়োগ কারীর খেলার পুতল। তারা যেমনে নাচায় আমরা তেমনি নাচি। যে দিন আপনি নিজেকে তাদের খেলার পুতুল হতে মুক্ত করতে পারবেন সেদিন আপনি নিজেকে সেভ করতে পারবেন তার আগে নয়।" এর জন্য আপনাকে উল্টা ধারায় চলতে হবে সবাই যখন শেয়ার কেনে তখন আস্তে আস্তে বিক্রি করতে হবে এরপর সবাই যখন অতিষ্ট হয়ে যার ( বর্তমান সময়ের মত) তখন আসে আস্তে কিনতে হবে সম্ভাবনাময় সাপোর্টে থাকা শেয়ারগুলো।

Longterm Channel of Dsex (লংটার্ম চ্যানেল চিত্র)

লংটার্ম চ্যানেল চিত্র।

Longterm Channel of Dsex


চিত্র দেখে মনে হচ্ছে না, মার্কেট কিন্তু ২০১০ মতো বাবল সৃষ্টি হয়েছিল, বরং আরো বৃদ্ধি হওয়ার যায়গা ছিল। কিন্ত আমরা বাঙ্গালী একটুতেই অতি সাহসী/লোভী হয়ে উঠি, আবার একটুতেই অনেক ভীতু হয়ে পড়ি। তাই একটু কারেকশন পরিণত হয় পেনিকে, যার ফায়দা বড় বিনিয়োগ কারীরা সর্বদা লাভ করে। বড় বিনিয়োগকারীরা মার্কেট বাড়লেও লাভ করে- লাভে বিক্রি করে। আর বাজার পড়লেও লাভ করে কম দামে শেয়ার হাতিয়ে নিয়ে। আর আমরা সাধারণ বিনিয়োগকারীরা দাম বাড়লেও অতি লোভে সে লাভটা নিতে পারি না, আবার কমলে পেনিক হয়ে লসে বিক্রি করে দেই। শেষে দোষ দেই কপালের আর বলতে থাকি DSEBD তে কোন এনালাইসিস কাজ করে না।

Saturday, February 4, 2017

Havi Fall Share List

মাত্র ০৭ দিনের পতন। এর মধ্যে কিছু কিছু শেয়ার এর পতনে নাভিশ্বাস উঠে গেছে তাদের বিনিয়োগকারীদের। আসুন দেখে নেই আপনার শেয়ারটি কত পতন ঘটেছে এই সাত দিনে। পতন দেখে ঘাবড়ে যাবেন না। অনেক সময় দেখা গেছে যে, যে সকল শেয়ার বেশি পরিমান পতন ঘটে ইনডেক্স যখন ঘুরে দাড়ায় তখন সেই সকল শেয়ার দ্রুত রিকভারি করে।