Thursday, February 9, 2012

Advance Decline Ratio

Advance Decline Ratio ইনডিকেটরটি মূলত মার্কেটের advancing moment এবং declining moment ব্যবহার করে momentum নির্ণয় করতে সাহায্য করে থাকেসাধারণত মার্কেটের যেসব শেয়ারগুলোর দাম বেড়েছে এবং যেসব শেয়ারের দাম কমেছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা  Advance/Decline Ratio টি বের করতে পারিএখানে মূল্য বৃদ্ধি বলতে সেই দিনের প্রারম্ভিক মূল্য থেকে সমাপনি মূল্য বেশি হবে এবং মূল্য হ্রাস বলতে সেই দিনের প্রারম্ভিক মূল্য থেকে সমাপনি মূল্য কম থাকবেADR indicator টি সাধারণত ব্যবহৃত হয় বাজারে overbougth এবং oversold চিহ্নিত করার জন্যOverbougth অবস্থা বুঝায় বাজারে কিছু aggressive buyer রয়েছে যারা শেয়ারটি Overbougth থাকার পরও কিনছিলেন
 একইভাবে oversold অবস্থা বুঝায় বাজারে কিছু aggressive seller ছিল এবং তারা কম দামে শেয়ার বিক্রয় করছিলেনঅন্যান্য Momentum ইনডিকেটরের মতো এ ইনডিকেটরটিও একইভাবে overbougth এবং oversold খুঁজে পেতে সাহায্য করে থাকে একটি down trend মার্কেটে বিনিয়োগকারীরা ADR ব্যবহার করে থাকেন, সেই  down trend কতটা মজবুত এবং কত দিন স্থায়ী হবে সেই বিষয়টি বুঝার জন্যযদি ADR নিচের দিকে নেমে আসতে থাকে এবং দামও কমতে থাকে তবে বুঝা যাবে  down trend টি শক্তিশালী হবে এবং যদি ADR ওপর দিকে উঠতে থাকে এবং দামও কমতে থাকে, তবে বুঝা যাবে  down trend টি বেশি মজবুত না এবং বেশি দিন স্থায়ী হবে না
সার সংক্ষেপে বলা যায় - ১. যখন ADR ঊর্ধ্বমুখী থাকে এবং যদি শেয়ারের মূল্যও বাড়তে থাকে তবে সেটি হবে healthy trend২. যখন ADR নিম্নমুখী থাকে এবং যদি শেয়ারের মূল্যও কমতে থাকে, তবে সেটি হবে healthy downtrend৩. যখন মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক দেখা যায় তখন সেই trend টি বেশি দিন স্থায়ী হয় না

No comments:

Post a Comment