Sunday, December 17, 2017

Stop Loss



Stop Loss (উদাহরণ সহ):
প্রথমে বলে নেই Stop Loss সমপর্কে ভাল ধারণা লাভ করতে গেলে Support & Resistance সম্পর্কে ভাল ধারণা থাকা আবশ্যক। তাই Support & Resistance সম্পর্কে যাদের ধারণা নাই তারা নিচের লিংক থেকে Support & Resistance সম্পর্কে জেনে নিন: http://tabangla.blogspot.com/2012/02/support-resistance.html

১। Stop Loss কি?
উত্তরঃ Stop Loss হলো যখন দাম কমতে থাকে তখন একটা নির্দিষ্ট দাম পর্যন্ত অপেক্ষা করা এবং উক্ত দামের নিচেয় আসলেই শেয়ারটি বিক্রি করে দেয়া। এই নির্দিষ্ট দাম টি হতে পারে কেনা দাম অপেক্ষা ৫% বা ৭% (এটা বিনিয়োগ কারীর ধরণের উপর নির্ভরশীল) কম দাম অথবা কেনা দামে নিচে যে নিকবর্তী সাপোর্ট লেভেল আছে সেই সাপোর্ট লেভেলের দাম এই দুই দামের মধ্যে যেটি সর্বনিম্ন দাম।

Sunday, December 10, 2017

Taking Profit Part-3 (টেকিংপ্রফিটঃপর্ব - ৩ )

রফিট টেকিংঃ পর্ব- ৩



৫। Higher Low তৈরীতে ব্যর্থ হলেঃ
একটা ভাল শেয়ার যখন আপ ট্রেন্ডে থাকে তখন সে ক্রমান্বয়ে Higher Low তৈরী করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। যদি দেখা যায় যে শেয়ারটি Higher Low তৈরী করতে করতে ব্যার্থ হচ্ছে বা পূর্ববর্তী Higher Low থেকে ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে, তখন প্রফিট টেক করাই উচিত।



চিত্র -১ এ বিষয়টি উপস্থাপন করা হয়েছে। চিত্রে গোল দাগ দিয়ে Higher Low গুলো দেখানো হয়েছে।
৬। রেজিষ্টান্স বা পূর্ববর্তী High তে অবস্থান করার পর আর উদ্ধোমূখী না হলেঃ
কোন শেয়ার দাম বাড়তে বাড়তে রেজিষ্টান্স বা পূর্ববর্তী High তে অবস্থান করার পর আর উদ্ধোমূখী না হলে প্রফিট টেক করা উচিত।



Saturday, December 9, 2017

Taking Profit Part-2 (টেকিংপ্রফিটঃপর্ব - ২ )

প্রফিট টেকিংঃ পর্ব-২
৩। আপ ট্রেন্ড লাইন ব্রেকআপঃ
কোন শেয়ার যখন আপ ট্রেন্ডে যায় তখন একটা ট্রেন্ড লাইন সৃষ্টি করে। আপ ট্রেন্ডের বেলায় হায়ার লোগুলো (Higher Low) যোগ করলে এই লাইন পাওয়া যায়। কোন শেয়ারের দাম কমতে কমতে যদি এই লাইন ক্রস করে নিচে নামতে থাকলে ট্রেন্ড লাইন ক্রস করার পর বিক্রি করাই বুদ্ধিমানের কাজ।





চিত্র-১ এ আপ ট্রেন্ড লাইন ব্রেকআপ দেখানো হলো।
৪। ট্রেইলিং স্টপলস ব্যবহারঃ
শেয়ারের যখন দাম কমতে থাকে তখন ৭% -১০% এর বেশি কমে গেলে অধিকাংশ শেয়ার তার Strength হারিয়ে ফেলে তখন ক্রমান্বয়ে ডাউনট্রেন্ড শুরুহয়। তাই কোন শেয়ারের নির্দিষ্ট পরিমাণ (৩%-১০%) দাম কমলেই অনেকেই শেয়ার সেল করে। আর এ পদ্ধতি হলো Trailing Stop Loss প্রয়োগ করা বলে। আমি সাধারণত ৫%বা তার কমে Trailing Stop Loss প্রয়োগ করা যুক্তি যুক্ত বলে মনে করি। এ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ২টি লিংক এ ক্লিক করুন।
১। https://www.facebook.com/photo.php?fbid=705300646244666&set=gm.672800012834743&type=1&hc_location=ufi
২। https://www.facebook.com/groups/tabangla/permalink/696520583796019/
আর Trailing Stop Loss গ্রাফিক্যালি দেখতে আমার তৈরী নিচের afl টি ব্যবহার করা যেতে পারে।
https://www.facebook.com/groups/tabangla/permalink/721332437981500/






চিত্র-২ তে Trailing Stop Loss ক্রস করা দেখানো হলো।

Tuesday, November 21, 2017

Taking Profit Part-1 (টেকিংপ্রফিটঃপর্ব - ১ )

টেকিং প্রফিটঃ পর্ব - ১
আমরা শেয়ার কেনার পর যখন লাভে চলে যায় তখন ৩/৪দিন বাড়ে আর ১/২দিন কমে আবার ৩/৪ দিন বাড়ে আবার ১/২ দিন কমে এ ভাোব অগ্রসর হলেও এক সময় এটি আর বাড়ে না তখন উল্টা প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ ৩/৪ দিন কমে তো ১/২ দিন বাড়ে। আর এটাই শেয়ারের চিরন্তন স্বভাব।ফলে যখন কমতে থাকে তখন আমরা বুঝতেই পারিনা যে এটি কমের দিকে যাচ্ছে। তখন একটু কমতে থাকলেও অধিক লাভের আশায় আমাদের মন আমাদের শেয়ার টা বিক্রি করতে দেয় না তখন ভাবতে থাকি একটু কমে আবার দাম বাড়বে তখন বিক্রি করব। কিন্তু এটি আর বাড়ে না তখন আবার আমাদের মন বলতে থাকে ৫/৭ দিন আগে যখন ভাল দামে বিক্রি করেনি এখন এত কম দামে আর বিক্রি করব না বরং এখন হোল্ড করতে থাকি এর পর হোল্ড করতে করতে এক সময় শেয়ারের দাম কমতে কমতে কেনা দামেরও নিচে চলে যায়। এরকম ঘটনা প্রায় সকল নতুন বিনিয়োগকারীর ক্ষেত্রেই ঘটে। এর থেকে পরিত্রাণের উপায় টেকিং প্রফিট।
টেকিং প্রফিটের অনেক নিয়ম আছে যা একটি পোষ্টে আলোচনা করা সম্ভব নয়, তাই কয়েকটি পোষ্টে আলোচনার চেষ্টা করব।
১। ডাবল/ট্রিপল টপ (Double Top or Triple Top): কোন শেয়ার যখন ডাবল/ট্রিপল টপ তৈরী করে তখন সেই শেয়ারটা বিক্রি করে লাভ তুলে নেওয়াই উচিত। কারণ অধিকাংশ শেয়ার ডাবল/ট্রিপল টপ তৈরী করার পর সেটি ডাউন টেন্ডে চলে যায়। একটা কথা মাথায় রাখতে হবে অনেক সময় ডাবল/ট্রিপল টপ একই লাইনে না হয়ে সামান্য কম বা বেশি হতে পারে।
চিত্র -১ এ ট্রিপল টপ দেখানো হলো।


২। Head & Solder Pattern: চিত্র-২ তে হেড এন্ড সোল্ডার প্যাটার্ন দেখানো হলো। এন্ড সোল্ডার প্যাটার্ন এর ক্ষেত্রে শেয়ারের দাম যখন বাম পার্শের সোল্ডার বা নেক এর নিম্ন প্রান্ত থেকে একটি রেখা টেনে দাম তার নিচে চলে গেলেই সেল অর্ডার দেওয়া উচিত। একটা কথা মাথায় রাখতে হবে অনেক সময় Head & Solder Pattern এ Solder দুইটি একই লাইনে না হয়ে সামান্য কম বা বেশি হতে পারে।

কি ভাবে বুঝবেন ইনডেক্স/কোন শেয়ার ডাউনট্রেন্ড কনফর্ম করেছে?

কি ভাবে বুঝবেন ইনডেক্স/কোন শেয়ার ডাউনট্রেন্ড কনফর্ম করেছে?


এ জন্য খুব বেশি চিন্তা করে সময় নষ্ট করার দরকার নাই বা ব্যাহারি ইন্ডিকেটরও ব্যবহার করার দরকার নাই।
মাত্র ৩টি বিষয় বিবেচনা করতে হবে।


১) লোয়ার হাই তৈরী হবে।
২) প্রাইচ আপটেন্ড লাইন ব্রেক করবে/ আপ টেন্ড লাইনের নিচে চলে যাবে।
৩) প্রাইচ প্রিভিয়াস হায়ার লো লাইন ব্রেক করবে/ প্রিভিয়াস হায়ার লো লাইনের নিচে চলে যাবে।

Monday, November 20, 2017

Moving Average (মুভিং এভারেজ ) যা একজন টেকনিক্যাল এনালিষ্টের না জানলেই নয়।






মুভিং এভারেজ সাধারণত একটি শেয়ারের নির্দিষ্ট সময়ের জন্য গড় মূল্য প্রকাশ করে থাকে মুভিং এভারেজ সাধারণত ব্যাবহার করা হয় শেয়ারের মোমেন্টাম (growth) এবং সম্ভাব্য সাপোর্ট রেজিস্টান্স লেভেল নির্ণয় করার জন্য।  অন্য দিকে মুভিং এভারেজ আমাদের একটি ট্রেন্ডের পরিবর্তনের সংকেত দিয়ে থাকে। টেকনিক্যাল এনালাইসিসে আমরা সাধারণত তিন ধরনের মুভিং এভারেজ ব্যাবহার করে থাকি
. সিম্পল মুভিং এভারেজ[Simple Moving Average (SMA)]
. ওয়েটেড মুভিং এভারেজ[ Weighted Moving Average (WMA)]
. এক্সপোনেনসিয়াল মুভিং এভারেজ[Exponential Moving Average (EMA)]

Trend line( ট্রেন্ড লাইন )

ট্রেন্ড লাইন
টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না।
ট্রেন্ড লাইন আঁকার জন্য Amibroker এর টুলস (যেটি চার্ট উইন্ডো এর ডান পার্শ্বে থাকে)থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়।
লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়।
 


Tuesday, October 24, 2017

১ year Low Share List ( এক বছরের সর্বম্নি মূল্যের নিকটবর্তী ও ভাল সাপার্টের উপর অবস্থানকারী শেয়ারের 2য় তালিকা)



 প্রথম তালিকাতে অনেকের শেয়ারের নাম না থাকায় মন খারাপ বা তালিকা নিয়ে সন্ধেহ দেখা দেয় তাই আজ ২য় তালিকা প্রকাশ করলাম।

যে সকল শেয়ার এক বছরের সর্বম্নি মূল্যের নিকটবর্তী ও ভাল সাপার্টের উপর অবস্থানকারী তাদের ২য় তালিকা নিচে দেয়া হলো।



Monday, October 23, 2017

১ year Low Share List ( এক বছরের সর্বম্নি মূল্যের নিকটবর্তী ও ভাল সাপার্টের উপর অবস্থানকারী শেয়ারের তালিকা)

যে সকল শেয়ার এক বছরের সর্বম্নি মূল্যের নিকটবর্তী ও ভাল সাপার্টের উপর অবস্থানকারী তাদের তালিকা নিচে দেয়া হলো।


Thursday, April 6, 2017

NewsTrading

নিউজ বা সংবাদের উপর ভিত্তি করে ট্রেডিং (শেয়ার বাই/সেল)

যারা নিউজের উপর ভিত্তি করে ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য একটা সিকরেট টিপস শেয়ার করছি।

 কোন কোম্পানির কর্ণধররা/বড় মামুরা যখন শেয়ার কালেকশন করতে ইচ্ছুকহন তখন সেই কোম্পানির খুব খারাপ নিউজ বাজারে ছাড়েন যেমনঃ খুব খারাপ ডেভিডেন্ট প্রদান/ খারাপ ইপিএস প্রদর্শন /কোম্পানির উৎপাদন হ্রাস ইত্যাদি। এমনকি ক্যাটাগরি চেঞ্জ এর খবর ওপরিবেশিত হতে পারে।





নিউজ ট্রেডিং করতে হলে এমন সব খারাপ নিউজ আসার পর দেখবেন সেই শেয়ারের হোল্ডার গন শেয়ার ছেড়ে দেয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। কয়েক দিন বড় বড় রেড ক্যান্ডেল শো করবে। এসময় আপনার কোম্পানির প্রতি নজর দিতে হবে।যখন দেখবেন লাল ক্যান্ডেলগুলোর সাইজ ছোট হয়ে আসছে (ন্পিনিং টপ বা ডজি টাইপের ক্যান্ডেল তৈরী হচ্ছে) এবং মাঝে মধ্যে গ্রীন ক্যান্ডেল তৈরী হচ্ছে অর্থাৎ শেয়ারটি ডাউনটেন্ড ছেড়ে সাইডওয়েজ ট্রেন্ডে চলতে শুরু করেছে তখন ধীরে ধীরে শেয়ারটি কালেকশন/ বাই করতে হবে।




Tuesday, March 14, 2017

04. Use of Afl or Indicator in Amibroker (Bangla Tutorial)

কিভাবে afl ব্যবহার করে এমিব্রোকারে চার্ট দেখা যায় বা ইনডিকেটর কিভাবে এমিব্রোকারে সেট করা যায় তা এ ভিডিও থেকে জানতে পারবেন। MACD ব্যবহার করে কিভাবে এনালাইসিস করা যায় তা প্যাকটিক্যালি দেখানো হয়েছে।

Saturday, February 25, 2017

Share Buy Tips according to Technical Analysis

টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী শেয়ার ক্রযের টিপস

"কথায় আছে শেয়ার যদি কিনে লাভ করতে না পারেন, তাহলে বিক্রি করে লাভ করতে পারবেন না।"  কোন শেয়ার যখন ডাউন টেন্ড্রে যায়, তখন সেটা বিক্রির জন্য দিশেহারা হয়ে পড়ি। অথচ সে শেয়ার পুনরায় ক্রয়যোগ্য কি না সেটাও দেখি না। আমি সাধারণত অবহেলিত শেয়ারের দারুন ভক্ত।. তাই খুজতে খাকি কোন শেয়ার ডাউনট্রেন্ড শেষ করে পুনরায় মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তারর কারণ এ ধরণের শেয়ার সাধারণের চোধে পড়ার আগেই লাভে চলে যাওয়া যায়।আর তার পর যদি সাধারণ এর চোখে পড়ে তাহলে তো-----------------

আর এ ব্যাপারে আপনাকে সাহায্য করবে ট্রেন্ডলাইন ব্রেকআউট স্ট্যাটিজি।নিচে ট্রেন্ড লাইন ব্রেক-আউটের একটা চিত্র দিলাম।

Share Buy Tips

Chart Analysis

কোন ডাউনডেন্ডের শেয়ারের পূর্বের হাই গুলো যোগ করলে যে লাইন পাওয়া যায় সেটি ডাউনট্রেন্ড লাইন। এ লাইন বাই ভলিউমে ব্রেক-আউট করলে সে মুহুর্তে/১/২ দিন অবজার্ভ করে বাই করা যেতে পারে। এ ক্ষেত্রে ইমিডিয়েট লো কে স্টপলস লাইন ধরতে হবে অর্থাৎ নিকটতম লো এর নিচে আসলে শেয়ারটি ধরে রাখা ঠিক হবে না।



Thursday, February 23, 2017

Hidden Tips of Share Buy

শেয়ার ক্রয়ের গোপন টিপস।

যেহেতু টিপসটা গোপনীয় শুধুমাত্র এ ব্লগের পাঠকদের জন্য তাই  টিপসটা সকলকে জানানোর দরকার নাই এটি শুধু আপনার জন্য। " কোন শেয়ার যখন কয়েকদিন ধরে অল্প অল্প করে বাড়তে থাকে এবং ভলিউমও বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ


Wednesday, February 15, 2017

03. Database Creation, Csv Data Collection and Import Csv Data into Amibroker in Bangla - K. C. Mondal.

শেয়ার বিজিনেস করতে গেলে এনালাইসিসের কোন বিকল্প নাই। আমি চেষ্টা করছি কিভাবে। সহজে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কিত ধারণা সবার সাথে শেয়ার করা যায়। আর এনালাইসিস করতে গেলে সফটওয়ার থাকলে ভাল হয়। প্রথম ভিডিওটিউটরিয়ালে আমি দেখিয়েছিলাম এমিব্রোকার সফটওয়ার সেটাপ দেয়া। আজ দেখালাম নতুন ডাটাবেজ তৈরী, Csv ডাটা সংগ্রহ এবং ডাটা ইপোর্ট করে চার্ট তৈরী ও দেখা। প্রথমটি ছাড়া এটি সম্পূর্ণ অচল। তাই যারা প্রথম ভিডিও টিউটরিয়াল দেখেননি তারা নিচের লিংক থেকে দেথে নিনঃ https://youtu.be/3wjZhH8xv44
এ ভিডিওটি বুছতে কোন সমস্যা হলে নিচে প্রশ্ন করুন। ধন্যবাদ।

Monday, February 13, 2017

02. Support & Resistance Video Tutorial in Bangla By K. C. Mondal "

আমার দ্বিতীয় ভিডিও টিউটরিয়াল প্রকাশ করলাম। যার শিরোনাম " 02. Support & Resistance in Bangla By K. C. Mondal "

Thursday, February 9, 2017

01. Amibroker setup Video Tutorial in Bangla by K.C. Mondal.

আজ থেকে শুরু করলাম এক নতুন অধ্যায় যার নাম ভিডিও টিউটরিয়াল। আমি চেষ্টা করব সাধারণ বিনিয়োগকারী যাতে সহজে টেকনিক্যাল এনালাইসিস শিখতে পারে সে ধরনের ভিডিও টিউটরিয়াল উপহার দেওয়ার জন্য। আমার প্রথম ভিডিও টিউটরিয়ালটির নাম "Amibroker setup in Bangla by K.C. Mondal.".

টিউটরিয়ালটি নিম্নে দেয়া হলোঃ


Market Update 08-02-17 ( বাজার বিশ্লেষণ ০৮/০২/১৭)

Market Update ০৮-০২-১৭ ( বাজার বিশ্লেষণ ০৮/০২/১৭)
আজকের হটাৎ উত্থানে অনেকে যেমন আনন্দিত তেমন অনেকে আবার ভীত হয়ে পড়েছে। তাই এ সমূহুর্তে বর্তমান DSEX এর আপডেট চার্ট সহ বাজার বিশ্লেষণ দিচ্ছি। আপডেট চিত্র টি নিম্নরুপঃ


Chart Analysis of DSEX

Chart Analysis:
আমার পূর্বের মার্কেট আপডেটে বলেছিলাম যে, DSEX এর স্ট্রং সাপোর্ট ৫২৮০ তে লক্ষ করা যাচ্ছে। চিত্র টি লক্ষ করলে দেখা যাচ্ছে যে, ঠিক সেই সাপোর্ট থেকে বাজার ঘুরে গেছে। সুতরাং বাজার যে এখনও সঠিক ট্রাকে আছে এটা বলা যায়।

চিত্রে হলুদ দাগ দেওয়া তিন জোড়া সমান্তরাল লাইন দেথতে পাচ্ছেন এদের চ্যানেল বলে। চ্যানেল তিনটিতে দেখা যাচ্ছে যে, প্রথম চ্যানেলটি ভূমির সামান্য তির্যক ভাবে বেড়ে চলেছে বাজার এ ধরণের চ্যানেলে চললে তার শক্তি অনেক বেশি থাকে। দ্বিতীয় চ্যানেলটি খুবই খাড়া উর্দ্ধো মূখী- এ ধরণের চ্যানেল এ চললে সব সময় সতর্ক থাকতে হয় কখন বাজার পড়ে যায় কারণ বাজার বেশি খাড়া টেকে না। আর এটি যতদিন চলে বাজার জন্য তত সমস্যা। যা আমরা গত কয়েক দিনে হাড়ে হাড়ে টের পেয়েছি।

তৃতীয় চ্যানেলটি খাড়া নিম্নগামী যেহেতু পূর্বের চ্যানেলটি ছিল খাড়া তাই এ চ্যানেলটিও খাড়া নিচের দিকে হয় সাধারণত।

মন্তব্যঃ
আজকের এত বড় উত্থান, তবুও বাজার সেই নিম্নগামী চ্যানেলের মধ্যেই আছে , তাই আজকের উত্থান দেখে কালই সব বিনিয়োগ শেষ করে ফেলা উচিত হবে না।
অনেক পতনের পর বাজার সবে মাত্র স্মার্ট মানি প্রবেশ করতেছিল। এ ধারা যদি আরো কয়েকদিন চলতো তাহলে বাজার পুনরায় অনেক শক্তি পেত। হটাৎ এতবড় উত্থানটা না হলেই ভাল হতো। তবে আগামী কয়েকদিন যদি মার্কেট অল্প অল্প বৃদ্ধি পেয়ে চলতে থাকে এবং দিন দিন লেন-দেন বৃদ্ধি পেতে থাকে তাহলে অনেক ভাল বাজার দেখতে পাব, নইলে বাজার পূর্বের হাই (High) থেকে আবার পড়ার সম্ভাবনা তৈরী হবে।
N.B. পোষ্টটি সময় উপযুক্ত মনে করলে অবশ্যই শেয়ার করবেন বলে আশা রাখি। কারণ আপনার একটু শেয়ারের জন্য আপনার কোন বন্ধু হয়তো উপকৃত হতে পারে।

পূবে প্রকাশিত এখানে 

Monday, February 6, 2017

Buying Tips

আমার বড় ভাগ্য যে ২০১০ এর রমরমা অবস্থায় শেয়ার বাজারে প্রবেশ করি। তার ফল যে কত ভয়াবহ তা যারা ভূক্তভুগি তারাই জানে। সেই ধসে পড়ে ৪০% লসে চলে গেছিলাম। তখন রাত-দিন একটাই মা্ত্র ধ্যান জ্ঞান ছিল কেন আমি লস করলাম? কি করলে লসের হাত থেকে বাচা যায়। এর পর অনেক অন লাইন পড়াশুনা করে ২০১৪ সালে প্রায় ২৫% পুনরুধার করলাম এর পর আবার ধস শূরু হলে সে ১৫% লস গিয়ে ঠেকল ২৫% তাতে দমে গেলাম না।তখন জানতে পারলাম শেয়ার বাজারে মাত্র ১০% লোক লাভ করে আর ৯০% লোক তাদের পুজি হারায়। তখন থেকে প্রতিজ্ঞা করলাম আমি একদিন ১০% লোকের দলে নাম লেখাবই। আপনাদের দোয়ায় আমার সে স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার সকল লস কভার হয়েছে। ২০১০ ও ২০১৪ থেকে যে শিক্ষা আমি পেয়েছি সেটা কাজে লাগিয়ে ভবিষ্যতে ২০১০ থেকেও বড় ধস এলেও সামাল দেয় সম্ভব হবে বলে মনে করি।
এ সময়ে আমার সবেচয়ে বড় শিক্ষা যেটা হয়েছে তা হলো- "আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা বড় বিনিয়োগ কারীর খেলার পুতল। তারা যেমনে নাচায় আমরা তেমনি নাচি। যে দিন আপনি নিজেকে তাদের খেলার পুতুল হতে মুক্ত করতে পারবেন সেদিন আপনি নিজেকে সেভ করতে পারবেন তার আগে নয়।" এর জন্য আপনাকে উল্টা ধারায় চলতে হবে সবাই যখন শেয়ার কেনে তখন আস্তে আস্তে বিক্রি করতে হবে এরপর সবাই যখন অতিষ্ট হয়ে যার ( বর্তমান সময়ের মত) তখন আসে আস্তে কিনতে হবে সম্ভাবনাময় সাপোর্টে থাকা শেয়ারগুলো।

Longterm Channel of Dsex (লংটার্ম চ্যানেল চিত্র)

লংটার্ম চ্যানেল চিত্র।

Longterm Channel of Dsex


চিত্র দেখে মনে হচ্ছে না, মার্কেট কিন্তু ২০১০ মতো বাবল সৃষ্টি হয়েছিল, বরং আরো বৃদ্ধি হওয়ার যায়গা ছিল। কিন্ত আমরা বাঙ্গালী একটুতেই অতি সাহসী/লোভী হয়ে উঠি, আবার একটুতেই অনেক ভীতু হয়ে পড়ি। তাই একটু কারেকশন পরিণত হয় পেনিকে, যার ফায়দা বড় বিনিয়োগ কারীরা সর্বদা লাভ করে। বড় বিনিয়োগকারীরা মার্কেট বাড়লেও লাভ করে- লাভে বিক্রি করে। আর বাজার পড়লেও লাভ করে কম দামে শেয়ার হাতিয়ে নিয়ে। আর আমরা সাধারণ বিনিয়োগকারীরা দাম বাড়লেও অতি লোভে সে লাভটা নিতে পারি না, আবার কমলে পেনিক হয়ে লসে বিক্রি করে দেই। শেষে দোষ দেই কপালের আর বলতে থাকি DSEBD তে কোন এনালাইসিস কাজ করে না।

Saturday, February 4, 2017

Havi Fall Share List

মাত্র ০৭ দিনের পতন। এর মধ্যে কিছু কিছু শেয়ার এর পতনে নাভিশ্বাস উঠে গেছে তাদের বিনিয়োগকারীদের। আসুন দেখে নেই আপনার শেয়ারটি কত পতন ঘটেছে এই সাত দিনে। পতন দেখে ঘাবড়ে যাবেন না। অনেক সময় দেখা গেছে যে, যে সকল শেয়ার বেশি পরিমান পতন ঘটে ইনডেক্স যখন ঘুরে দাড়ায় তখন সেই সকল শেয়ার দ্রুত রিকভারি করে।

Monday, January 30, 2017

Index Graph ও মার্কেট আপডেট।

আজ আলোচনানের করব ইডেক্স গ্রাফ নিয়ে। প্রতিদিনের লেনদেনের গ্রাফ মিলে তৈরী হয় একটি ক্যান্ডেল। তাই টেকনিক্যাল এনালাইসিসে ভাল করতে হলে প্রতিদিনের ইন্ডেক্স গ্রাফ খুটিয়ে খুটিয়ে দেখা জরুরী। নিচে আজকের ইন্ডেক্স গ্রাফকে বিশ্লেষণ করছিঃ 
আলোচনার সুবিধার্থে আজকের ইন্ডেক্স গ্রাফকে ২ ভাগে ভাগ করে আলোচনা করছি। প্রথম অংশের গ্রাফ নিচে দিলাম

আজ যদি ট্রেডটা একটা (১.০০ P.M.) পর্যন্ত হতো তাহলে এ ধরণের একটি গ্রাফ দেখতে পেতাম। এবং এ গ্রাফ থেকে যে ক্যান্ডেলষ্টিক তৈরী হতো সেটি হতো হামার। পরপর কিয়েকক দিন ডাউন ক্যান্ডেলের পর এ ধরণের ক্যান্ডেল সৃষ্টি হলে পরবর্তীদিন বাজার কানা ঘোড়রি ন্যায় ছুটতো। আমরাও হাফ ছেড়ে বাচতাম। কিন্তু বিধি বাম এর পরই ইন্ডেক্স কমতে শুরু করল এবং বেলা ১.৪০ পর্যন্ত যে গ্রাফটা তৈরী করল তার খন্ড বিশেষ নিম্ন রুপঃ


 উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে যে, চিত্রটি একটি হেড এন্ড সোল্ডার প্যাট্যার্ণ যা বিয়ারিশ প্যাটার্ণ হিসাবে পরিচিত এর ডান পার্শের নেক লাইন (তির চিহ্নিত) ভেঙ্গে যাওয়াতে তার ফলা ফল পূর্ণাঙ্গ গ্রাফে প্রতি ফলিত হয়েছে। পূর্ণাঙ্গ গ্রাফ নিচে দিলাম 

পূর্ণাঙ্গ গ্রাফটি বিশ্লেষণঃ পুর্ণাঙ্গ গ্রাফটি যেটি তৈরী করল সেটি এটি বড় বিয়ারিস ক্যান্ডেল। উপরোক্ত বিশ্লেষণ থেকে প্রতিয়মান হচ্ছে যে ইন্ডেক্স বার বার ঘোরার চেষ্টা করলেও তা বিক্রয় চাপে দাড়তে  পারছেনা। এছাড়া উপরের গ্রাফে দেখা যাচ্ছে লেনদেন প্রথম ও শেষ দিকে খুবই বেশি। এ থেকে বোঝা যায় বাজারে প্রচুর পরিমাণ নেটিং চলছে। যদিও নেটিং ভাল বাজারের জন্য  ফল বয়ে আনে না। 

 বাজর প্রায় ৩১৮ পয়েন্ট পড়েছে এবং লেনদেনও তুলনামূলক ভাবে কম। সেহেতু ২/১ দিনের মধ্যে একটা সর্টবাউন্স আশা করা যায়। ইনডেক্স এর একটি ষ্ট্রং সাপোর্ট ৫২৮০তে  লক্ষ করা যাচ্ছে। দেখা যাক সেটি কতটা সাপোর্ট দিতে পারে।

বর্তমানে করনীয়ঃ ১।  পেনিক হয়ে লাভ নাই। যে শেয়ারগুলো আপনার ক্রয় মূল্য থেকে  ১০% এর বেশি পড়েছে সেগুলো পেনিক হয়ে সেল দিলে আম ছালা দুটাই যাবে। বরং যেটি স্টপলস প্রয়োহের মধ্যে আছে সেটিতে স্টপলস করে ক্যাশটি আপনাকে বেশি কাদানো শেয়ারটিতে ধীরে ধীরে নিবিয়োগ করে অর্থাৎ এভারেজ করে ক্রয় মূল্য কমিয়ে আনা ভাল। কারণ দেখা গেছে এ ধরণের বড় রকমের ফল করলে সে সকল শেয়ার বেশি পরিমাণ কমে ইনডেক্স ঘুরলে তারাই বেশি বেশি বাড়ে।

২। যদি নেটিং এ পারদর্শী হন তবে ডে-নেটিং করতে হবে।

Tuesday, January 24, 2017

Trailing Stop Loss - প্রথম পর্ব।

আপনি শেয়ার কেনার কিছুদিন পর লাভে চলে গেলেন তারপর শেয়ারটি যখন স্লো মুডে থাকল এর পর ভয় পেয়ে আপনি ছেড়ে দিলেন তারপর দেখলেন যে আপনার ছেড়ে দেয়া শেয়ারটি অনেক বেড়ে গেছে। তখন নিজের চুল নিজেই ছিড়তে ইচ্ছে করে। তখন মনে মনে বলতে খাকি কেন যে খামকা শেয়ারটা ছেড়ে দিলাম। এমন পরিস্থিতি যদি আপনার অনেক বার ঘটে থাকে তাহলে আপনার জন্য এই পোষ্টটি ঔষধের মত কাজ করবে। তা আর দেরি নয় শুরু করা যাক।

কোন শেয়ার যখন বাড়তে থাকে তখন খুব কম শেয়ারই আছে একটানা বেড়ে চলে বাড়তে বাড়তে মাঝে মাঝে স্লো হয়। কিছু কিছুশেয়ার আবার এমন স্লো হয় যে সে আবার ডাউন ট্রেন্ডে চলে যায়। ফলে একটু স্লো হলেই আমরা ভয়ে পড়ে যাই। এ সমস্যা সমাধান করতে আপনাকে Trailing Stop Loss সম্পর্কে জানতে হবে।

ট্রেলিং স্টপলস কি?

Thursday, January 19, 2017

Market Updet (18-01-17)

কি বন্ধুরা মার্কেট কারেকশন নিয়ে কি চিন্তিত?  
- আমার মনে হয় এখনই বেশি উতলা না হওয়াই ভাল। গত ১৫/০১/১৭ তারিখে ইনডেক্স হাই ভলিউমে রেজিষ্ট্যান্স ব্রেক করেছে, যাকে টেকনিক্যাল এনালাইসিস এর ভাষায় সাকসেসফুল রেজিষ্ট্যান্স ব্রেকআউট। আর বাজারের ধর্ম বেকআউটের পর সেই পূর্বের রেজিষ্ট্যান্স টেষ্ট করা। গত ১৭/০১/১৭ তারিখের ট্রেডিং শেষে RSI (15) এর মান ছিল ৯৪.১৬, যার উপরে এ মান গেলে হতো অতি অসহনীয়।

Sunday, January 15, 2017

A Group Share (15-01-17)

আজ এমন একটি তালিকা আপনাদের সামনে হাজির করব যা লংটার্মে/মিড টার্মে অনেক ভাল করবে এমনকি ডাবল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তালিকা টি সকলেরই পরিচিত যে টি হচ্ছে A ক্যাটাগরির কিছু শেয়ার যারা এত দিন অবহেলিত হয়ে পড়ে ছিল। এ তালিকার কিছু শেয়ারের নাম গ্রুপে অনেক আগে একবার দিয়েছিলাম। তার পর থেকে বাড়তেই থাকছে শেয়ারগুলো। ইতি মধ্যে কিছু শেয়ার প্রায় ডবল হয়ে উঠেছে। এ তালিকার মধ্যে যে শেয়ার গুলো এখনও বেশি বাড়েনি সে গুলো অনেক বাড়বে। তবে যে গুলো বেড়েছে সেগুলোও যে থেমে যাবে তেমন মনে হচ্ছে না।

A ক্যাটাগরির শেয়ার মানে যে শেয়ারগুলো নিয়মিত এজিএম করে, বছরে কমপক্ষে ১০% ডেভিডেন্ট দেয় এমন ধরণের

Wednesday, January 11, 2017

এক বছরের গড় মূল্যের ৫% এর নিচের শেয়ারের তালিকা

গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শেয়ার ক্রয়ের একটি লংটার্ম ইনভেষ্টমেন্ট পদ্ধতি নিয়ে। আজ আলোচনা করব দ্বিতীয় একটি পদ্ধতি নিয়ে। উল্লেখ্য এ দুটো পদ্ধতিই ব্যপক ব্যবহৃত হয় ফান্ডামেন্টাল এনালাইসিসে।

দ্বিতীয় নিয়মটি হলো-

"শেয়ার কিনুন বছরের গড় মূল্যের নিচে থাকা শেয়ার।"

আজ দেখাবো আজকের বাজার দর অনুযায়ী যে সকল শেয়ার তাদের  ১ বছরের গড় মূল্য অপেক্ষা  ৫% এরও বেশি কমে

Tuesday, January 10, 2017

1 Year Low Share ( এক বছরের মধ্যে সর্বনিম্ন দামে অবস্থানকারী শেয়ারের তালিকা)

পেইড বা ধান্দাবাজী এডমিনের পাল্লায় পড়ে জীবনটাকে হেল করে ফেলবেন না। শেয়ার বিজিনেসের নিয়ম কানুন শিখুন নিজেকে নিরাপদ রাখুন।

 আজ আলোচনা করব শেয়ার ক্রয়ের নিয়মের এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে। নিয়মটি নিম্নরুপঃ


  "বছরের সর্বনিম্ন দামে শেয়ার ক্রয় করুন এবং টেনশন ফ্রি থাকুন।"


নিয়মটি অনেকেই জানলেও কোন কোন শেয়ার বছরের সর্বনিম্ন দামে অবস্থান করছে তা জানেন না। তাই তাদের উদ্দেশে

Monday, January 9, 2017

Amibroker Setuup PDF (বাংলা)

 Amibroker Setup এর PDF (বাংলায়) ফাইলটার ডাউনলোড লিংক নিচে দেওয়া হলোঃ

  Amibroker Setup এর PDF




High Gain Share List (১৫/১১/১৬ হতে ০৫/০১/১৭ পর্যন্ত যে সকল শেয়ার বেশি বৃদ্ধি পেয়েছে তার তালিকা)

নিচে ১৫/১১/১৬ হতে ০৫/০১/১৭ পর্যন্ত যে সকল শেয়ার বেশি বৃদ্ধি পেয়েছে তার তালিকা দেয়া হলো। 

তালিকা ব্যবহার পদ্ধতিঃ তালিকার উরের যে শেয়ারগুলো আছে, আপনার কাছে সেগুলো থেকে প্রফিট

Saturday, January 7, 2017

Market Update 07-01-17

লাইফ সাপোর্টে টিকিয়ে রাখা হয়েছে বাজার। আগামী কালের মেলাকে সামনে রেখে কোন রকম কারেকশনকে জন সম্মূখে উপস্থাপন না করাতেই ইনডেক্সকে পজেটিভ রাখা হয়েছে। নইলে গত তিন দিনে যে কারেকশনের চাপ গিয়েছে তাতে ইনডেক্স ১০০ থেকে ১৫০ পয়েন্ট কমার কথা।সে যাই হোক কি ভাবে ইনডেক্স বাড়ছে সেটা কথা নয়।

Index Chart


ইনডেক্স এর বর্তমান RSI(১৫) এর মান ৯০.২৫ যা যানান দিচ্ছে যে, ইনডেক্স এর সামনে আর অল্পই বাড়তে পারে।ইনডেক্সকে সামনে আগতে হলে একটা ছোট খাট কারেকশন দরকার নইলে যখন পড়বে তখন লাইফ সাপর্টেও কাজ হবে না।২০১০ না হলেও তখন পুনরায় ২০১৪ এর মত আচারণ করবে।