Friday, February 10, 2012

Inverted hammer ও Shooting star


আজ Inverted hammer Shooting star নিয়ে আলোচনা করবএ দুটি ক্যান্ডল নিয়েও অনেকে কিছুটা বিভ্রান্তিতে পড়ে থাকেনতাই আমরা চেষ্টা করব বিষয়টি সহজ করে উপস্থাপন করারInverted hammer-এর সৃষ্টি তখন হয়, যখন দাম পড়তে থাকে, যা সম্ভাব্য রিভার্সেলের সিগন্যাল প্রদান করেএর ওপরের দিকের লম্বা ছায়াটি বিক্রেতাদের দাম বাড়ানোর প্রয়াসকে নির্দেশ করেযা হোক, এ সময় ক্রেতারা দামকে নিচের দিকে নামিয়ে আনার চেষ্টারত থাকেনসৌভাগ্যবশত এই সময় ক্রেতারা সুদৃঢ় অবস্থানে থাকার জন্য প্রারম্ভিক মূল্য এবং সমাপ্তি মূল্য একই পর্যায়ে থাকে এ সময় বিক্রেতারা চাপ প্রয়োগ করেও দিন শেষে আর নিচে নামাতে পারে না, যা একটি সুন্দর সংকেত দেয় যে, যারাই বিক্রিতে আগ্রহী এবং ইতিমধ্যে তাদের শেয়ার বিক্রি হয়ে গেছেশনাক্তকরণ বৈশিষ্ট্য লম্বা ছায়াটি তার শরীরের দুই-তৃতীয়াংশের বেশি হবেছোট বা নিচের দিকে ছায়াহীন, ট্রেডের সময় এর রিয়েল বডি নিচের দিকে থাকে
Shooting star একটি বিয়ারিশ রিভার্সেল প্যাটার্ন, যা দেখতে Inverted hammer-এর মতো, কিন্তু যা দাম বাড়ার সময় সৃষ্টি হয়এর আকৃতি নির্দেশ করে যে প্রারম্ভিক মূল্যের শুরু হয় একটু নিচ থেকে, কিন্তু যা পরবর্তীকালে নিচের দিকে নেমে আসেএর মানে হলো, ক্রেতা চায় দাম বাড়াতে এবং বিক্রতা এ সময় সুদৃঢ় অবস্থানে থেকে তা নিয়ন্ত্রণ করেএটি একটি নিশ্চিত বিয়ারিশ সাইন, যেখানে আর কোনো ক্রেতা অবশিষ্ট থাকে না শনাক্তকরণ বৈশিষ্ট্য লম্বা ছায়াটি তার শরীরের দুই-তৃতীয়াংশের বেশিছোট বা নিচের দিকে ছায়াহীনট্রেডের সময় এর রিয়েল বডি নিচের দিকে থাকেএ দুটি ক্যান্ডেল সব সময় রিভার্সেলের সিগন্যাল প্রদান করে থাকে 

No comments:

Post a Comment