Friday, February 10, 2012

Stochastics


টিউটোরিয়াল কর্নারে আজ আমরা Stochastics নিয়ে আলোচনা করব এবং ব্যাবহারিক প্রয়োগ দেখব Stochastics একটি সূচক, যা একটি ট্রেন্ড কোথায় গিয়ে শেষ হবে, তা নির্দেশ করে থাকেএই Stochastics একটি oscillator, যা বাজারের overbought oversold স্থল নির্দেশ করেStochastics-এর দুটি রেখাই MACD-এর রেখাগুলোর মতো, এই অর্থে যে Stochastics একটি রেখা অপর রেখাটির চেয়ে দ্রুত
Stochastics এর ব্যবহার: পূর্বেই বলেছি Stochastics আমাদের বাজারের অবস্থা যা overbought বা oversold কি না, সে সম্পর্কে জানায়Stochastics-এর স্কেলমান ০ হতে ১০০যখন Stochastics-এর রেখাগুলো ৭০-এর (চার্টে লাল ডট রেখা) ওপরে অবস্থান করে, তখন তা বাজারের overbought নির্দেশ করে, আর যখন ৩০-এর (নীল ডট রেখা) নিচে অবস্থান করে, তখন তা বাজারের oversold নির্দেশ করেসাধারণ নিয়মানুসারে বাজার oversold হলে আমরা ক্রয় করি এবং overbought হলে বিক্রয় করি
ওপরের চার্ট হতে আমরা দেখতে পাই, Stochastics অনেকটা সময় ধরে overbought-এর অবস্থান নির্দেশ করছেএই তথ্যের ওপর ভিত্তি করে দাম কোনোদিকে যাবে, তা কি আপনি অনুমান করতে পারেন?
যদি আপনি বলেন দাম নিচের দিকে নামবে, তাহলে আপনি সম্পূর্ণভাবে সঠিককারণ, বাজার অনেকটা সময় ধরে overbought-এ অবস্থান করছে, যেখানে রিভার্সেল ঘটতে বাধ্য
এটাই হচ্ছে Stochastics-এর মূল বিষয়অনেক ট্রেডাররা Stochastics ভিন্নভাবে ব্যবহার করে থাকেনকিন্তু Stochastics-এর প্রধান কাজ হচ্ছে, বাজার কখন overbought এবং oversold হয়, তা নির্দেশ করাStochastics-এর ব্যবহার আপনার ট্রেডের জন্য কতটা উপযোগী তা আপনি সময়ের পরিপ্রেক্ষিতে বুঝতে পারবেনএটি সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে যে আপনি কোন কোন ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করবেন আপনাকে আপনার নিজস্ব ইন্ডিকেটর খুঁজে বের করতে হবে- যেগুলো আপনাকে সঠিক দিকনির্দেশনা দিবে


No comments:

Post a Comment