Friday, February 10, 2012

Gaps


একটি চার্টের Gap হচ্ছে ট্রেডিংয়ের সময় সৃষ্ট কিংবা পরবর্তী ট্রেডিং পিরিয়ডের সৃষ্ট খালি জায়গাদুটি ট্রেডিং পিরিয়ডে মূল্যের অস্বাভাবিক পার্থক্যের কারণে এটি তৈরি হয়উদাহরণ, একটি পিরিয়ডের রেঞ্জ যদি ২৫ হতে ৩০ হয় এবং পরবর্তী পিরিয়ডের রেঞ্জ ৪০ থেকে শুরু হয়, তবে এখানে দুটি পিরিয়ডের মধ্যে একটি বড় রকমের  একটি gap-এর সৃষ্টি হবেGap Price Movement সাধারণত বার (bar) চার্ট এবং ক্যান্ডেল স্টিক চার্টে পরিলক্ষিতকিন্তু, পয়েন্ট, ফিগার এবং লাইন চার্টে এটিকে খুঁজে পাওয়া যায় নামূলত gap একটি শেয়ারের গুরুত্বপূর্ণ পরিবর্তনকে ইঙ্গিত করে যদি প্রাপ্তির চেয়ে বেশি অর্জনের ঘোষণা থাকে
তিন ধরনের gap রয়েছেসেগুলো হচ্ছে breakway, runway (measuring) এবং exhaustionbreakway gap সৃষ্টি হয় ট্রেন্ডের শুরুতে, runway gap সৃষ্টি হয় ট্রেন্ডের মধ্যবর্তী সময়ে এবং ট্রেন্ডের শেষের দিকে exhaustion gap সৃষ্টি হয়
এবার চিত্রটি লক্ষ্য করা যাকচিত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটি Gapপ্রথমটি Downward Gapযখন কোনো শেয়ারের দাম আগের দিনের দামের তুলনায় কম দিয়ে শুরু হয় এবং আগের দিনের দামকে ক্রস করতে পারে না তখন একটি Downward Gap সৃষ্টি হয়এই ক্ষেত্রে প্রায় ৮০ ভাগ শেয়ারের দাম বৃদ্ধি পায় নিচের চিত্রেও আমরা সেই বিষয়ই দেখতে পাচ্ছিUpward Gap হলো ঠিক Downward Gap-এর উল্টোএই ক্ষেত্রে শেয়ারের দাম আগের দিনের দামের তুলনায় বেশি দিয়ে শুরু হয়ফলে ওপরের দিকে একটি Upward Gap সৃষ্টি হয়এই Upward Gap সৃষ্টি হলে দেখা যায় অধিকাংশ শেয়ারের দাম কমে যায়নিচের চিত্রেও আমরা তাই লক্ষ করছিযেদিন ক্যান্ডেল স্টিকটি একটি Upward Gap সৃষ্টি করেছে ঠিক তার পরদিন থেকে দাম কমতে শুরু করেছেসুতরাং Gap Trading-এর ক্ষেত্রে আমাদের কিছুটা লক্ষ রাখতে হবে যে কোনো ধরনের Gap সৃষ্টি হচ্ছেDownward Gap এ আমরা কিছু short trade করতে পারি এবং অনেক অ্যানালিস্টের মতে Upward Gap-Trade না করাই ভালো


No comments:

Post a Comment