Friday, February 10, 2012

On Balance Volume (OBV)


১৯৬৩ সালে Joe Granville রচিত ‘Granville’s New Key to Stock Market Profits’ বইতে তিনি On Balance Volume   ইন্ডিকেটরটিকে পরিচিত করেনএটি প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় indicator, যা পজিটিভ ও নেগেটিভ volume-এর মাত্রা পরিমাপ করেএর পেছনে যে ধারণা কাজ করে, তা হচ্ছে দামে পরিবর্তন ঘটলে Volume-এ তার প্রভাব পড়েOBV একটি সাধারণ ইন্ডিকেটর যখন  সমাপ্তিমূল্য শীর্ষে থাকে, তখন একটি নির্দিষ্ট সময়ের volume যুক্ত করা হয় এবং যখন সমাপ্তিমূল্য নিম্নে থাকে, তখন একটি নির্দিষ্ট সময়ের volume বাদ দেওয়া হয়একটি ক্রমবর্ধমান volume-এর সমষ্টি, যা যোজন ও বিয়োজনের মাধ্যমে OBV Line  সৃষ্টি করে পরবর্তীতে OBV Line অথবা একটি শেয়ার সম্পর্কে সঠিক তথ্য পেতে এই রেখটিকে (OBV) price chart-এর সঙ্গে তুলনা করা হয়
এই indicator-এর পেছনে যে ধারণা কাজ করে, তা হচ্ছে দামের পরিবর্তনে OBV-এর পরিবর্তন সংঘটিত হয়একটি বর্ধিত volume দ্বারা আমরা বুঝতে পারি, একটি শেয়ারে কী পরিমাণ অর্থের জোগান রয়েছেযখনই লোকজন direction অনুসরণ করবে, তখনই একটি শেয়ারের দাম বাড়তে থাকবেঅন্যান্য ইন্ডিকেটরের মতো OBV ইন্ডিকেটরের নির্দিষ্ট দিক আছেএকটি উঠতি (bullish) OBV  রেখা  ঊর্ধ্বমুখী বাজারে volume-এর আধিক্য নির্দেশ করেযদি এর সঙ্গে দামও বাড়তে থাকে; তবে OBV  নিশ্চিত uptrend-এর সংকেত দেয়এই ক্ষেত্রে, দাম বেড়ে যাওয়া মানে একটি শেয়ারের চাহিদা বেড়েছে, যা একটি সুনির্দিষ্ট uptrend-এর জন্য প্রয়োজন
যাহোক, যদি দাম বাড়তে থাকে এবং volume  নিচের দিকে নেমে আসে সেক্ষেত্রে নেগেটিভ divergence সৃষ্টি হয় এই divergence আমাদের অনির্দিষ্ট uptrend এবং এই ট্রেন্ড যে ক্ষণস্থায়ী, সে সম্পর্কে সর্তক করে  OBV-এর নিউমারিক্যাল ভ্যালু ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা এর গতি কী হবে- তা বিবেচ্যব্যবহারকারী শুধুমাত্র OBV-এর ট্রেন্ড লক্ষ্য করবে এবং শেয়ারের দামকে পর্যবেক্ষণ করবে, যা এর সঙ্গে সম্পর্কযুক্ত


No comments:

Post a Comment