Friday, February 10, 2012

Price Volume Trend


Price Volume Trend ইনডিকেটরটি হচ্ছে একটি শেয়ারের মূল্য এবং ভলিউমের শতকরা পরিবর্তনের হার, যা মূল্যের পরিবর্তনের গতি কতটা মজবুত, সেটি প্রকাশ করে থাকেPrice Volume Trend ইনডিকেটরটি সাধারণত অন্যান্য Price Volume ইনডিকেটরের মতো শুধু আগের দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য যোগ অথবা বিয়োগ করে না, বরং মূল্যর পরিবর্তনের শতকরা হার নিয়ে কাজ করে থাকেএকটি upward দিনের ভলিউমকে গুণ করা হয় সেই দিনের মূল্যের শতকরা বৃদ্ধির হার এবং সেই দিনের ক্লোজিং এবং আগের দিনের ক্লোজিং মূল্যের সঙ্গেতারপর প্রাপ্ত মানটির সঙ্গে আগের দিনের Price Volume Trend-এর সঙ্গে যোগ করা হয়আবার একটি Downward দিনের ভলিউমকে গুণ করা হয় সেই দিনের মূল্যর শতকরা হ্রাসের হার এবং সেই দিনের ক্লোজিং এবং আগের দিনের ক্লোজিং মূল্যের সঙ্গেতারপর প্রাপ্ত মানটির সঙ্গে আগের দিনের Price Volume Trend-এর সঙ্গে যোগ করা হয় এখন প্রশ্ন হচ্ছে, এই ইনডিকেটরটি আপনাকে কীভাবে সাহায্য করবে? এই ইনডিকেটরটি আপনাকে divergences বুঝতে সাহায্য করেএবার একটি উদাহরণের সাহায্যে বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানি
যখন শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে, তখন সেই সঙ্গে যদি Price Volume Trend-ও বৃদ্ধি পায়, তবে সেটি Upward Trend বুঝিয়ে থাকেআবার যখন শেয়ারটির মূল্য কমতে থাকে, তখন সেই সঙ্গে যদি Price Volume Trend-ও কমতে থাকে; তবে সেটি হবে Downward Trend এবার লক্ষ করুন, যখন শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে, তখন সেই সঙ্গে যদি Price Volume Trend কমতে থাকে, তবে বুঝতে হবে,upward Trend-টি খুব একটা Strong নয়একইভাবে দেখা যায়, আবার যখন শেয়ারটির মূল্য কমতে থাকে, তখন সেই সঙ্গে যদি Price Volume Trend বৃদ্ধি পেতে থাকে, তবে বুঝতে হবে, Downward Trend-টি খুব একটা Strong নয়আপনি এই ইনডিকেটরটি ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই Ami Broker ব্যবহার করতে হবে


No comments:

Post a Comment