Thursday, February 9, 2012

Dead Cat Bounce



আমরা অনেক সময় অনেক ধরনের টেকনিক্যাল টার্ম ব্যবহার করে থাকি এবং এগুলোর মধ্যে একটি টার্ম হচ্ছে Dead Cat Bounceএই Dead Cat Bounce হচ্ছে, যখন একটি শেয়ার অনেক দিন নিম্নমুখী থাকার পর কিছু দিনের জন্য ঊর্ধ্বমুখী হয়ে থাকেএই বিষয়টি ঘটে থাকে, কারণ অনেক বিনিয়োগকারীর মার্কেটের প্রতি স্বল্প সময়ের জন্য আগ্রহ থাকে, যাকে আমরা Short Interest-ও বলতে পারিযদি একটি বেয়ারিশ মার্কেটে চ...াহিদা এবং জোগানের পরিমাণ সমান না হয়, তবে একটি স্বল্প সময়ের জন্য বিপুল চাহিদার সৃষ্টি হয় এবং স্বল্প সময়ের জন্য দাম বৃদ্ধি পায়এই বৃদ্ধিকে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় Dead Cat Bounce বলা হয়ে থাকেএই বৃদ্ধিটি খুব স্বল্প সময়ের জন্য হয় এবং একটি শক্ত বিক্রয় চাপ থাকে, ফলে আগের মূল্যসীমা অতিক্রম করে যায়একজন বিনিয়োগকারী bottom-up approach ব্যবহার করতে পারে, যখন সে লম্বা অথবা স্বল্প সময়ের জন্য ট্রেডে অংশ নিবেনএই পদ্ধতিটি মৌসুমি বিনিয়োগকারীরা বেশি ব্যবহার করে থাকেন অর্থা যেসব বিনিয়োগকারীরা মার্কেটে সব সময় ট্রেড করেন না
আমরা আমাদের ডিএসই চার্ট পর্যবেক্ষণ করলে এই বিষয়ে অনেক পরিষ্কার ধারণা পাবচার্টে লক্ষ করে দেখুন, সেপ্টেম্বর মাসের আগে ডিএসই ইনডেক্স কিছুটা বৃদ্ধি পেয়েছিল এবং সঙ্গে ভলিউমও বেড়ে ছিলকিন্তু বেশি দিন সেই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল নাআবার ঠিক সেপ্টেম্বর মাসের শেষ দিকেও ইনডেক্স ছিল ঊর্ধ্বমুখী এবং কয়েক দিন ঊর্ধ্বমুখী ছিলবিয়ারিশ মার্কেটে এই মাঝেমধ্যে যে দামের এবং শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতা, একেই Dead Cat Bounce বলা হয়ে থাকেএই সময়টিতে ট্রেডে অংশ নিতে হলে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত বিষয়গুলো হচ্ছে ভলিউমের মুভমেন্ট, ক্যান্ডলস্টিকের অবস্থান এবং রিভারসাল প্যাটার্নযখন আপনি ট্রেডে অংশ নেবেন, তখন খুব বেশি লোভী অথবা খুব বেশি লাভের আশা করা ঠিক নয়আপনার উচিত হবে, একটি নির্দিষ্ট সময়ে শেয়ার বিক্রি করে মুনাফা অর্জন করা

No comments:

Post a Comment