টিউটোরিয়াল কর্নারে ইতোমধ্যে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর নিয়ে আলোচনা করেছি। আজ আমরা Detrended Price Oscillator ইন্ডিকেটরটি নিয়ে আলোচনা করব। Detrended Price Oscillator ইন্ডিকেটরটি শেয়ারের মূল্য বা দামের ওঠানামাকে পর্যবেক্ষণ করে একটি ট্রেন্ড খুঁজে পেতে সাহায্য করে। আমরা যারা Ami Broker ব্যবহার করি, তারা সবাই খুব সহজেই এ ইন্ডিকেটরটি ব্যবহার করতে পারব। যাদের এখনো Ami Broker ইনস্টল করা নেই, তারা Ami Broker ইনস্টল করে নিতে পারেন। Detrended Price Oscillator সাধারণত ১৪ দিনের Moving Average-এর একটি Straight Line হিসেবে গণ্য হয় এবং মূল্য এই Moving Average-এর ওপরে এবং নিচে ওঠানামা করে। এটাই মূলত Detrended Price Oscillator। অন্যান্য Oscillator-এর মতো এ ইন্ডিকেটরটিও overbought এবং oversold-এর মাধ্যমে ক্রয়-বিক্রয়ের সিগন্যাল দিয়ে থাকে। আসুন, আমরা একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি আরও ভালোভাবে দেখি।
চিত্রে দেখা যাচ্ছে, যখন Detrended Price Oscillator ইন্ডিকেটরটি জিরো লাইনের ওপরে থাকে, তখন বুঝা যায় শেয়ারটির মূল্য Moving Average-এর উপরে আছে অর্থাৎ বুলিশ ট্রেন্ড রয়েছে। আবার Detrended Price Oscillator যখন জিরো লাইনের নিচে থাকে, তখন বুঝা যায় শেয়ারটির মূল্য Moving Average-এর নিচে আছে অর্থাৎ বিয়ারিশ ট্রেন্ড রয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন এ ইন্ডিকেটরটি ব্যবহার করে শেয়ার ক্রয় এবং বিক্রয় করবেন? যখন দেখবেন Price Oscillator নিচের দিক থেকে Zero Line-কে অতিক্রম করছে এবং ওপরের দিকে যাচ্ছে তখনই শেয়ারটির ক্রয় করার উপযুক্ত সময়। তার অর্থ হচ্ছে শেয়ারটি বুলিশ ট্রেন্ডে রয়েছে। আবার যখন দেখবেন Price Oscillator ওপর দিক থেকে Zero Line-কে অতিক্রম করছে এবং নিচের দিকে নেমে যাচ্ছে, তখনই শেয়ারটির বিক্রয় করার উপযুক্ত সময়। তার অর্থ হচ্ছে শেয়ারটি বিয়ারিশ ট্রেন্ডে চলে যাবে। এভাবে আপনি এই ইন্ডিকেটরটি শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
চিত্রে দেখা যাচ্ছে, যখন Detrended Price Oscillator ইন্ডিকেটরটি জিরো লাইনের ওপরে থাকে, তখন বুঝা যায় শেয়ারটির মূল্য Moving Average-এর উপরে আছে অর্থাৎ বুলিশ ট্রেন্ড রয়েছে। আবার Detrended Price Oscillator যখন জিরো লাইনের নিচে থাকে, তখন বুঝা যায় শেয়ারটির মূল্য Moving Average-এর নিচে আছে অর্থাৎ বিয়ারিশ ট্রেন্ড রয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন এ ইন্ডিকেটরটি ব্যবহার করে শেয়ার ক্রয় এবং বিক্রয় করবেন? যখন দেখবেন Price Oscillator নিচের দিক থেকে Zero Line-কে অতিক্রম করছে এবং ওপরের দিকে যাচ্ছে তখনই শেয়ারটির ক্রয় করার উপযুক্ত সময়। তার অর্থ হচ্ছে শেয়ারটি বুলিশ ট্রেন্ডে রয়েছে। আবার যখন দেখবেন Price Oscillator ওপর দিক থেকে Zero Line-কে অতিক্রম করছে এবং নিচের দিকে নেমে যাচ্ছে, তখনই শেয়ারটির বিক্রয় করার উপযুক্ত সময়। তার অর্থ হচ্ছে শেয়ারটি বিয়ারিশ ট্রেন্ডে চলে যাবে। এভাবে আপনি এই ইন্ডিকেটরটি শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
No comments:
Post a Comment