Friday, February 10, 2012

Bollinger Band Width:


আমরা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসে একটি শেয়ারের volatility পরিমাপ করার জন্য Bollinger Band ব্যবহার করে থাকিMoving average-কে কেন্দ্র করে ট্রেডিং ব্যান্ড প্রতিস্থাপনের মাধ্যমে Bollinger Band পরিবর্তন (volatility) পরিমাপ করেসাধারণত average হতে two standard deviation বাদ দিয়ে এই ব্যান্ডগুলোকে চার্টে ব্যবহার করা হয়সুতরাং, average-এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে two standard deviation- পরিবর্তিত হয়এটিই হচ্ছে Bollinger Band Width-এর মান, যা ব্যান্ডগুলোর প্রসারণ ও সংকোচন তুলে ধরে এবং যা চলতি পরিবর্তনের (volatility) ওপর নির্ভরশীলবাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে দুটি ব্যান্ডই প্রসারিত হয় এবং একইভাবে বাজারের নিম্নগতিতে ব্যান্ডগুলো পরস্পরের কাছে চলে আসে অর্থা সংকুচিত হয়
ব্যান্ডগুলোর উদ্দেশ্য থাকে এই সংকোচন (contraction) এবং প্রসারণের (expansion) মধ্যে কাজ করাসাধারণত যখন ব্যান্ডগুলো পরস্পর হতে দূরে থাকে, তখন যে ট্রেন্ড চলছিল তা শেষ হওয়ার ইঙ্গিত দেয়আর যখন ব্যান্ড দুটি পরস্পরের কাছাকাছি আসে, তখন এটি বাজারের নতুন ট্রেন্ড সৃষ্টির ইঙ্গিত দেয়
চার্ট দেখাচ্ছে Bollinger Band Width-4 standard deviation ব্যবহার করে ২০ দিনের moving average-কে ব্যবহার করা হয়েছেস্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি উচুঁ BB Width ট্রেন্ডের ধীরগতি (যা লাল বর্ণে চিহ্নিত) এবং নিচু BB Width (যা সবুজ বর্ণে চিহ্নিত) একটি নতুন ট্রেন্ডের সূচনা নির্দেশ করেএই Bollinger Band Widt ব্যবহার করে আপনি খুব সহজেই বাজারে একটি শেয়ারের দামের পরিবর্তন বুঝতে পারবেন এবং যখন Bollinger Band Width সংকুচিত হয়ে আসবে, তখন আপনি প্রসারণের জন্য অপেক্ষা করতে পারেনযখন একটি Bollinger Band প্রসারিত হয়, তখন সেই ধারাটি বেশ কিছুদিন অব্যাহত থাকে ফলে, আপনি ওই সময় শেয়ার ক্রয় করলে নিশ্চিতভাবে মুনাফা অর্জন করতে পারেন আবার যখন Bollinger Band নিচের দিকে প্রসারিত হয়, তখন যদি আপনার হাতে শেয়ার থাকে তবে তা বিক্রয় করে আপনি আপনার ক্ষতির পরিমাণ কমাতে পারেন

No comments:

Post a Comment